আমার আমি কে খুঁজি জীবনের অগনিত হিসাব মূল :অবচেতন মন ১৫/১২/২০০৬ইং ক্লান্ত সময়, সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে ? তাহলে কী জীবন এখন হিসাবের খাতা নিয়ে বসবে? কিন্তু! পাওয়া না পাওয়ার অনেক হিসাবই তো রয়ে গেছে। সেগুলোর কী হবে? হয়তোবা চাঁপা পরে রবে কোন এক নর্দমার স্তুপের ভিতর। পঁচে যাবে, গন্ধ ছড়াবে,মিশে যাবে ময়লার সাথে। আসলে মানুষের জীবনটাই এরকম। এক জীবনে তার সব চাওয়া পাওয়াব , হিসাব মিলে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।