........ আমার জীবনে “PAIN” এর প্রকৃত স্বরুপ আজ আমি ব্যাখ্যা করছি…… শব্দটার মানে জানেনা এমন কেউ ব্লগে নাই…… অনেকেই জানেন, মেডিকেলে প্রথম প্রফের জন্য তিনটা সাবজেক্ট পড়তে হয়, যথা- ANATOMY, PHYSIOLOGY, BIOCHEMISTRY…… এখানে “PAIN” এর “P” ফিজিওলজির জন্য ধরলাম…… “A” ধরলাম Anatomy র জন্য……… এখন হয়ত ভাবছেন, বাছাধন এবার “B” কোথা থেকে নিয়ে আসবে??? আনতেছি, কিভাবে দেখেন…… ইংরেজি বর্ণমালার নবম বর্ণ- I ইংরেজি বর্ণমালার ১৪তম বর্ণ- N তাদের মাঝখানে মোট বর্ণ- ৪টি…… বিবেচনা করা হচ্ছে- ২টি বর্ণ নিয়ে(I, N) মোট বর্ণের সংখ্যা দ্বারা বর্ণদ্বয়ের দূরত্বকে ভাগ করলে পাওয়া যায়- ২ ২ কে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ “B” এর জন্য ধরলে…… পাইয়া গেলুম আমি “”B for BIOCHEMISTRY” পুনশ্চঃ বিটলামী করলেও আমি কিঞ্চিত অসুস্থ । কাশতে কাশতে ক্রমে নিজের মধ্যে একটা “জেনারেটর” মার্কা ফিলিং এসে পড়তে চাচ্ছে । দোয়া চাই সবার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।