প্রতিটি নির্ঘুম রাতের মতো
আজ ও অপমৃ্ত্যু হলো আরেকটি সম্ভবনাময় কবিতার
সমাধি খোড়া হলো আরেকটি অব্যক্ত স্বপ্নের,
যেভাবে প্রতিদিন অপমৃ্ত্যু হচ্ছে
তোমার আমার অজান্তে অজস্র
মানব ভ্রুণের, সম্ভবনাময় জীবনের।
বড় বড় প্রসাদপ্রম অট্টালিকায়
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে,
অথবা রাস্তার ধারে নিতান্ত গরীবানা হালে
নির্মিত মানুষের আদিম কামনা মেটানোর জন্য
গড়ে ওঠা সব পতিতালয়ে,
অথবা কিশোর-কিশোরির নিয়ন্ত্রহীন
অবিবেচক আবেগের কাছে হার মেনে,
ফুল ফোঁটার আগেই ছিঁরে ফেলা হচ্ছে
অঙ্কুরিত শত সহস্র মানব আত্মার।
প্রতিটি নির্ঘুম রাতের মতো
আজ ও অপমৃ্ত্যু হলো আরেকটি সম্ভবনাময় কবিতার
সমাধি খোড়া হলো আরেকটি অব্যক্ত স্বপ্নের,
যেভাবে প্রতিদিন অপমৃ্ত্যু হচ্ছে
ছিন্নমূল নিঃস্ব শিশুর এঁকে চলা
অসম্ভব উজ্বল আর সুন্দর আলোকিত ভবিৎষ্যতের।
বিত্তবানদের আরও বিত্তশালী হওয়ার লালসার
মাঝে মিলিয়ে যাচ্ছে আমার প্রিয় স্বদেশের
সেই স্বদেশের আরও উজ্বল সংগ্রামী মানুষের
মাথা উঁচু করে বাঁচার সাধ আর আকাঙ্খা
নিংড়ে বের করে নেয়া হচ্ছে ওদের সবটুকু জিবনাশক্তি।
প্রতিটি নির্ঘুম রাতের মতো
আজ ও অপমৃ্ত্যু হলো আরেকটি সম্ভবনাময় কবিতার
সমাধি খোড়া হলো আরেকটি অব্যক্ত স্বপ্নের,
আমার স্বপ্নের সাথে আমিও কবর দিয়ে এলাম
বিবেক নামের আমার অন্ধকার জগৎটাকে,
যা আমার অন্যায় করার এবং সহ্য করার
অতি মুল্যবান এবং প্রয়োজনীয়
ক্ষমতাকে বন্ধি করে রেখেছে,
আমি কবর দিয়ে এলাম আমার মনুষ্যত্ব
আর মুল্যবোধের অসহনীয় বোঝাকে,
যা কিনা শুধুই আমার চলার পথকে দূর্গম করে,
গরিব অসহায়দের পদপিষ্ট করে
আমাই গড়তে দেয় না রঙিন কাঁচে মোড়া
গগনচু্ম্বি উচ্চভিলাষি প্রসাদ।
তাই, কবর দিলাম আমার সব উজ্বলতম অনুভূ্তিকে
সাথে সাথে অপমৃ্ত্যু ঘোষনা করলাম
নিষ্কলুষিত একান্তই আমার নিজের অন্তর আত্মার। । । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।