আমাদের কথা খুঁজে নিন

   

অপমৃত্যু

তোমার থেকে যখন ফিরেছি হাত ধরিনি ঠোঁট ছুঁইনি তবু মন ছুঁয়েছি এমন কোন বুক ভরা সুখ নিয়ে ঘুমের ঘোরেও জ্বরের মাঝেও ভুল বকেছি তখনো মনের মাঝে মন ডুবিয়ে মন খুঁজেছি তখনো ঠোঁটের কোনে হাসিই ছিলো, মন ভরা সুখ; জ্যোত্‍স্নালোকের মত সিগ্ধ ছিলো প্রতিটা দুপুর তখনো আমার হৃদয় মাঠে সূর্যমূখী রোজ হেসেছে তোমার খোঁজে লাইব্রেরীর ধূলো পড়া বইদের ফাঁকে আমার বিকেল রোজ কেটেছে সন্ধ্যা বেলায় আমার এ চোখ তোমায় নিয়ে ঘরে ফিরেছে | হঠাত্‍ করেই যখন তুমি হাত বাড়ালে স্পর্শ দিয়ে অবান্তর সব প্রশ্ন গুলো জাগিয়ে দিলে সেদিন থেকে কোন রাহুর গ্রাসে অস্ত গেল সিগ্ধ দুপুর এখন ফনা তোলে দেহের মাঝে বেপরোয়া সুখ তোমার থেকে এখন ফিরি তৃষ্ণা নিয়ে যত ই উপরে উঠি ভাঙ্গতে যেন পারি না সিঁড়ি স্নায়ুর মাঝে অনল জ্বলে প্রাণের দাহে কোন অসুখে আজ অসুখী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।