কবিতার ছেলে।
যে কাদুঁনে গ্যাসের গ্রেনেড
একজন মায়ের চোখে অশ্রু ঝড়ায়
আহাজারিতে কাঁপিয়ে দেয় বাবার বুকের পিঞ্জর
যে কাদুঁনে গ্যাসের গ্রেনেড
একজন স্বপ্ন দেখা রমনীর
চাওয়া-পাওয়া আর প্রত্যাশার
রং-তুলিতে আঁকা পর্ট্রেটগুলো ভস্মিভুত করে দেয় চিরতরে
বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে দাঁড়িয়ে
সেই রক্তিক গ্রেনেডের কসম খেয়ে
ধিক্কার জানাই সব ক্ষমতালোভী কুকুরদের।
তোমাদের কুকুরিপনা আর কতকাল
নীরবে সয়ে যাবে ভাই হারা বোন
তোমাদের কুকুরিপনা আর কতকাল
নিভৃতে দেখে যাবে পিতৃ-হারা শিশু।
ক্ষমতালোভী কাপুরুষের দল,
সাদা কবুতরের সিল মারা যে শার্টকে করেছে রক্তাক্ত
আমার প্রিয় মাতৃসম যে ক্যাম্পাসে এনেছে কলঙ্ক
শিক্ষক কে করেছে ব্যাথিত
সেই রক্ত মা এবং শিক্ষার কসম খেয়ে
ধিক্কার জানাই বন্য শুকরগুলোকে।
( এফ রহমান হলের আবু বকরের অপমৃত্যুর স্বরনে তাঁকে উৎসর্গ করে লিখা কবিতা )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।