আমাদের কথা খুঁজে নিন

   

রম্য পুষ্ট। University of South Asia আর কি কি বিজ্ঞাপণ দিতে পারে

I’m only an every-day sort of man ফেসবুকে দুষ্ট পোলাপান এখনই নানা রকম রম্য ছবি আপলোড দিতাছে মহান এই ইউনিভার্সিটি নিয়া। ব্লগেও দেখি অনেক গবেষনা হয়ে গেলো। আমি দেখলাম, পড়লাম, মজা লাগলো। তবে যত মজাই আপনারা করেন না কেন, ওইখানে আমার এম.বি.এ টা আমি করমুই। ডিসিশন ইজ ডিসিশন।

পোলাপান যতই ফান পোষ্ট দিক না কেন, ইউনিভার্সিটি নিজে যা পেপারে দিসে তারচেয়ে ফান আর হইতে পারেনা! আমি কসম খাইয়া কইতে পারি আমার ছুডু কালে, আম্মা যেই গল্প কইতো সেই গল্পও ফেইল খাইসে। নাফিস কাজী তার ব্লগে আরও কয়েকটি বিজ্ঞাপণ সাজেশন দিছেন। ফেসবুকে পোলাপান meme ও বানায় ফেলসে। পোলাপান কত্ত খারাপ। দেখেন কি করসে... চিন্তা করেন অবস্থা।

চুলও নাকি গজাইবো অইখানে পড়লে। এইবার দেখেন Megan Fox কেও বাদ দেয় নাই। আয় হায় রে আমি কই যাইতাম। ব্যাপার যখন এরকম তাইলে তো ভর্তি হমুই। ক্রিশ্চিয়ানের জীবনে কিছুই ঠিক যাচ্ছিল না।

মেধা ছিল, কিন্তু ছিল না টাকা, ছিল দু বেলা এক মুঠো অন্নের নিশ্চয়তা। অনাহার-অনটনে মেধাবী ক্রিশ্চিয়ানকে হাড্ডিসার অবস্থায় ধুঁকতে দেখে ক্রিস নোলান সাহেব দয়াপরবশ হয়ে তাকে ভর্তি করে দেন সাউথ এশিয়া ইউনিভার্সিটিতে, আর তাতেই জীবন বদলে গেল ক্রিশ্চিয়ানের। সেইদিনের সেই অভুক্ত ক্রিশ্চিয়ান আজ মিডিয়া জগতের অন্যতম ড্যাশিং তারকা ক্রিশ্চিয়ান বেল নামেই পরিচিত। SOUTH ASIA UNIVERSITY- জীবন বদলে দেয় । ।

আমি ও এরকম জীবন বদলাইতে চাই! তয় আমার তারকা ক্রিশ্চিয়ান বেলের মতো মেধা নাই কইলাম। তাই আমার স্বপ্নও ছোট। , আমার সিনেমাতে সাইড রোল হইলেও চলে । কানাঘুষা শুনলাম, অনন্ত জলিল, মাহফুজুর রহমান সহ অনেকেই নাকি সেখানে চিকিৎসাধীণ আই মিন পড়তাছে। ।

তাছারা তো আছেই কত নাম না জানা কত মানুষের motivating story. আমাদের এলাকার গলির মোরে অনেক দিন থেকে ভিক্ষা করতো 'মকবুল' নামক এক অন্ধ ভিক্ষুক । কয়েক মাস যাবত তাকে দেখিনা। একদিন তাকে দেখি বনানির কেএফসি তে । চোখও ঠিক হয়ে গেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কিভাবে এসব হল।

উত্তরে বলল " একদিন আমি বনানিতে ভিক্ষা করতে করতে 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া'-র সামনে আসলাম। তাথপর ভিক্ষা নিতে ইউনির্ভাসিটির ভিতরে গেলাম। ব্যাস !! আমার চোখ ঠিক হয়ে গেল। এখন একটা গার্মেন্স খুলছি । ভালই চলতেছে ব্যবসা।

সবই 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া' এর গুনে। কন ভাই সামুর ব্লগাররা কী শুরু করছে! আমি স্বপ্না! ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল প্রবাসি ছেলে বিয়ে করে বিদেশে স্যাটল হব। পাশের বাসার অই মোঃ ফরিদ। একদম এ গেয়ে খ্যাত ! সবসময় পেছনে লেগেই থাকত। ৫ বছর পর একদিন হটাত সেই খ্যত ফরিদের সাথে দেখা।

আমার ত পিলে চমকে যাওয়ার দশা। সে কি হ্যান্দসাম আর সেই কি লুক। সেই খ্যাত ফরিদ আজ ইউ.এস.এ থেকে পড়াশুনা করে দেশের প্রতিশ্তিত শিল্পপতি মাইক্যাল ফেরাডে! শুনে অবার হচ্ছেন ত? না আমেরিকা না। ধন্যবাদ ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে। আমিও পেয়েছি মোঃ ফরিদ কে মাইক্যাল ফেরাডে।

আপ্নিও পাবেন। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া স্বপ্নের কারিগড় সুখের আবাস্থল। USA নিয়া আরো মজা এইখানে View this link View this link ফেসবুক ফ্যান পেজ ও পয়দা ইইয়া গেসে। । ঘুরে আসেন।

ফ্যান পেজ এ পাইবেন ইউনিভার্সিটির আপডেটেড নিউজ, Alumni প্রোফাইল। Alumni আর কি, সব লুলদের একটা কম্প্রিহেন্সিব লিষ্ট। ফ্যান পেজ অফ USA আফনে ভর্তি হইবেন নাকি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.