"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান ।"
টিভিতে সংবাদ দেখে চাচা বলছে ....
...ইহাকেই অবরোধ বলে
শিশু: তাহলে এতোদিন বিরোধীদল যে দিয়েছিল সেটা কি?
চাচা: উহাকে উদাহরণসহ অবরোধের ঘোষণা বলে।
শিশু : আর এখন সরকার যা করছে এটাকে?
চাচা: ইহাকে ঘোষনা ছাড়া অবরোধ পালন বলে।
শিশু: কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি?
চাচা: আগেরটা ছিল থিউরিটিক্যাল, যা শুধু কাগজে-কলমে এবং অডিও ও ভিডিওতে শোভা পাচ্ছিল, আর এখনেরটা হচ্ছে প্রাকটিক্যাল যা হাতে-কলমে, দুঃক্ষিত, হাতে-পায়ে, ইটে-লাঠিয়ে এবং বন্দুকে-জলকামানে পালিত হচ্ছে।
শিশু: তাহলে দুইটার মধ্যে ভাল কোনটা?
চাচা: আরে বৎস, ভাল নয়, বল মন্দ কোনটা?
ধূর ব্যাটা, তোকে আর বুঝামুই না। বড়রা না হয় কোনটা ভাল কোনটা মন্দ তা চিনতে ভুলে গেছে, তা,ই বলে বাচ্চারাও চিনতে ভুল করবে, এইটা কোন কথা হইল! তাইলেতো দূর এবং অদূর ভবিষ্যতে সবাইতো রাজনীতিবিদ হইয়া যাইব!!!! ভবিষ্যত তো পুরাই ফকফকা....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।