আমাদের কথা খুঁজে নিন

   

রম্য রস!

হিন্দু ব্যাটা, জুতায় সোজা। এ উক্তিটি করেছিলেন আলকাপ গানের ছোকরা ভোগা সরকার। ঘটনাটি ছিল এ রকম, একজন হিন্দু আর একজন মুসলমান এর মধ্যে বিতর্ক চলছে। যুক্তি তর্কে কে কাকে হারাতে পারে। এক পর্যায়ে মুসলমানটি বলল হিন্দু ব্যাটা, জুতায় সোজা।

একথা বলার সাথে সাথে হৈ চৈ লেগে গেল। এত বড় কথা। এর বিচার হতেই হবে। বিচার বসে গেল। বিচারে জিজ্ঞাসা করা হ'ল।

তুমি এত বড় কথা বলেছ? সে উত্তরে বলল, হ্যাঁ বলেছি। এর উত্তর সোজা। কেমন? যেহেতু যুক্তি তর্কে হারাতে হবে । তাই বলেছি। প্রকৃত উত্তর হ'ল খুব সোজা।

সে বলল আমরা জুতা পরি ডান পা ডানে আর বাম পা বামে। একই ভাবে হিন্দু ভাইরাও ডান পা ডানে এবং বাম পা বামে পরে। একথা শুনে বিচারক মন্ডলীসহ সবাই হো হো করে হেসে উঠলেন এবং মুসলমান লোকটির উপস্থিত বুদ্ধির জন্য তার ভূয়সী প্রশংসায় শুধু করলেন না তাকে বিজয়ী ঘোষনা করলেন। সে সঙ্গে তাকে কিছু মোহর দিয়ে পূরস্কৃত করলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.