আমাদের কথা খুঁজে নিন

   

রম্য ছড়া

রম্য ছড়া তোমার কাছে ভালই আছে যত্নে রাখা মনটা আমার, যেমন থাকে গরু-বাছুর আধুনিক এক দুগ্ধ খামার। ঘাস জোটে তার দিনে রাতে বৃষ্টি এলেই ছাউনি ঘরে গলায় দড়ি খুঁটির সাথে আল্হাদে তাও হেসেই মরে। মন ডাকে তাই হাম্বা স্বরে আদর করে নামটি ধরে, বাবা-মায়ের সুখ ভুলে সে রয় যে তোমার খোঁয়ার ঘরে। মন যে আমার নিরীহ প্রাণী ভুলে থাকে সকল গ্লানি, ভালবেসে তবুও তোমায় ভাবে তুমিই সুখের রানী। আমরা যারা দামড়া বলদ তোমায় ভাবি দেশের রানী, এমন নেশায় বুঁদ করেছো ঘুমের মাঝেও জোয়াল টানি। ভোটের নামে মন বিকিয়ে দাসের জীবন কাটিয়ে ঘরে, বেশতো আছি কুলুপ এঁটে মরার মতোই আছি পড়ে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.