আমাদের কথা খুঁজে নিন

   

নাজমুল হুদার নতুন দল

সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. দেশের মানুষ এই পরিস্থিতিতেপরিবারতন্ত্র রাজনীতির বাইরে সঠিক একটি রাজনীতিদলের জন্য অধীর অপেক্ষায় আছে কিন্ত দুঃখজনক কেউ তা ডেলিবারি করতে পারছে না। দেখা যাক ব্যারিস্টার নাজমুল হুদা সে আশা পুরন করতে পারে কিনা।

যদি প্রশ্ন উঠে বিএনপি, আমি বলবো এখন আর বিএনপি আছে কথায় ওটাতো এখন নোয়াখালী সমুতি। বেগম খালেদা জিয়ার ড্যম’ কেয়ার ও একরোখা ভাব, ত্যাগী ও সিনিয়র নেতাদের মূল্যায়ন না করা, যোগ্যতার মূল্যায়ন না করে শুধু মৌদুতের সাজেশনে দলে পদ দেয়া এর শিক্ষা খালেদা জিয়াকে পাওয়াই উচিত। রাজনীতি যদি দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য করে থাকে নেতারা তা হলে যার যেখানে সুবিধা সে সেখানেই রাজনীতি করবে। মান-সম্মান খুইয়ে রাজনীতি করা ঠিক হবে না বলে আমি মনে করি। . নাজমুল হুদার এই নতুন দল বিএনএফ নিয়ে আমি আশাবাদী বঙ্গবন্ধু শেখ মজিবুর রাহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শকে ধারন করে বাংলাদেশ রাজনিতি করলে আমি মনে করি দেশ এগিয়ে যাবে।

. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.