এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ। সুপার টেনেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি স্বাগতিকরা। শিগগিরই এ নিয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
শনিবার বিসিবির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, “আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। হেড কোচ থেকে শুরু করে টিম ম্যানেজার সবাইকে বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে।
”
আইসিসির সভায় অংশ নিতে কয়েকদিন দেশে থাকবেন না বিসিবি সভাপতি। ফিরে এসে এই প্রতিবেদনগুলো নিয়ে বোর্ডে আলোচনা করবেন বলে জানান তিনি।
প্রতিবেদন পাওয়ার পর দলের মধ্যে ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ইঙ্গিত দেন নাজমুল।
“বেশ কিছু পরিবর্তন আসতে পারে। শুধু খেলোয়াড়দের কথা বলছি না, ম্যানেজমেন্টেও হতে পারে।
তাদের রিপোর্টের ওপরও অনেক কিছু নির্ভর করবে। তাদের ব্যাখ্যা কিভাবে গ্রহণ করা হবে তা বোর্ডের ওপরই নির্ভর করবে। ”
আপাতত ২০১৫ সালের ওয়ানেডে বিশ্বকাপকে সামনে রেখে এগুতে চান বিসিবি সভাপতি। খুব বেশি দিন সময় নেই, তাই ব্যাপক পরিবর্তনের বিপক্ষেই তার অবস্থান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।