আমাদের কথা খুঁজে নিন

   

নাজমুল হুদাকে বহিষ্কার

শিক্ষাই হল জাতি

নাজমুল হুদাকে বহিষ্কার ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল এবং খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনার পর বিএনপির সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ রোববার রাতে এক ব্রিফিঙে এ কথা জানান। স্থায়ী কমিটির বৈঠক চলাকালে এক ব্রিফিঙে রিজভী সাংবাদিকদের বলেন, ''বারবার সর্তক করা সত্ত্বেও গণমাধ্যমে সংগঠন বিরোধী বক্তব্য দিয়ে তিনি (নাজমুল হুদা) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করছেন। এজন্য স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিতে দলের মহাসচিব স্বাক্ষর করেছেন।

" গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রাত পৌনে ৮টায় এ বৈঠক বসে। এখনো বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। গত শুক্রবার নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে নাজমুল হুদা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে বক্তব্য রাখেন। ঈদের আগে হরতাল দেওয়ার সমালোচনাও করেন তিনি।

নাজমুল হুদার এ বক্তব্যের পর বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরই দল থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হচ্ছে বলে জল্পনা-কল্পনা শুরু হয়। এর আগে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকেই নাজমুল হুদাকে বহিষ্কারের সিদ্ধান্ত হবে। তিনি বলেন, "নাজমুল হুদার বিষয়ে দলীয় চেয়ারপারসন স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই একমত হয়েছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে। " এক বছর আগে এভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীকেও বহিষ্কার করা হয়েছিলো। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলীয় ফোরামের বাইরে আলোচনা করে এর আগেও দলে সমালোচনায় পড়েন নাজমুল হুদা। বিএনপির এবারের কমিটিতে প্রথমে স্থান না পেয়ে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। পরে তাকে সহসভাপতি করা হয়।

কিছু দিন আগে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়েন নাজমুল হুদা। বিএনপি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.