এই উপমহাদেশে যে কজন মনিসি বাউল সংগীত তথা আধ্যাত্মিক সংগীত জগতে অপরিসীম অবদান রেখে বাংলা সংগীতকে সমৃদ্ধশালী করেছেন আব্দুল মালেক দেওয়ান তাদের মধ্যে অন্যতম। এই মানবতাবাদী সংগীত সাধক ১২৯২ সনের এগার মাঘ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অন্তগত বামুনশীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সংগীত রচয়িতা ও সুকণ্ঠের অধিকারী ছিলেন। আত্মপ্রচারবিমুখ এই মনিসি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আধ্যাত্মিক সাধনা। তাই তার গানে ব্যক্ত হয়েছে স্রষ্ঠার মহিমা আর মানুষকে ভালবাসার কথা।
তিনি বিশ্বাস করতেন, মানুষে মানুষে কোনো বিভেদ নেই। তাই তার গানে বিদৃত হয়েছে হিন্দু-মুসলিম মিলনের এক প্রেমধারা। ফলে, তিনি এদেশের প্রধান দুটি ধর্মের লোকদের নিকট ছিলেন সমভাবে সমাদৃত। রেডিও-টিভির জন্মলগ্ন হতেই এই সাধকের রচিত গান দুটি মাধ্যমেই প্রচারিত হয়ে আসছে। তিনি রচনা করেছেন মুর্শিদি, মারফতি, ভক্তিমূলক ও কির্তন।
বহু গানের রচয়িতা এই মহান সাধক ১৩৯৫ সনের ২রা বৈশাখ ইহলোক ত্যাগ করেন
সংগৃহিত (সূত্র)
শুনেছি এই বাউল সংগীত সাধকের একটি স্মৃতি সংসদ রয়েছে। তার সুযোগ্য নাতি মো. আরিফ দেওয়ানও একজন সুকণ্ঠি লোকগীতি শিল্পী। মালেক দেওয়ান রচিত ও গাওয়া গান মানুষের আত্মার খোড়াক যোগায়। সংগীত পিপাষুদের প্রতি বিনীত আহ্বান, এই সংগীত সাধক সম্বন্ধে যদি আপনাদের আরো তথ্য থেকে থাকে তাহলে মন্তব্যে যোগ করার অনুরোধ রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।