আমরা মানুষ । সৃষ্টি জগতের স্বেরা । আমাদের সবোচ্চ শক্তি হল চিন্তা । তাই আমিও ভাবতে জানি । তার নাম আমি জানতে চেয়েছিলাম সে বলেছে যে আমি নাম ছাড়া ।
তারপর সে আমায় বললো তার একটা নাম দিতে । আমি পারবনা কারও নাম দিতে । তবে যদি হও তুমি কবিতা । আমি তবে কবি হব । সে বলল সে অদেখা ।
তাই শুরু হল শিরোনামহীন আমার কবিতা । অদেখা হ্যায়ালী আর আনমার জন্য কবিতা ।
তার সুন্দর কথামালা
আমার হৃদয়ে বসন্ত এনেছে ।
জেগেছে ঊষা
নীরব শান্তির জন্য।
এখন যেন বুকের ভেতর
চলছে শান্ত শীতল ভাবনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।