জ্ািননা
বাবা কবে ফিরবি রে তুই ?
বায়ান্নর ভাষা আন্দোলন গেল
একাত্তরে স্বাধীনতায় এলো বিজয়ী বাংলাদেশ
অতঃপর চুয়াত্তরের দুর্ভিক্ষ ..
স্বৈরশাসন ভেঙ্গে গনতন্এ এল..
আরো কত কিছু সব উত্তান পত্তন
ঘটন অঘটন জমিয়ে রেখেছি তিলে তিলে
তোকে জানাবো বলে ...
কবে ফিরবিরে বাপ ...
শুনি কত ছুটি ছাটা হয় তোদের বিদ্যাপীঠে
তোর কি ছুটি মেলে নারে ?
আমি প্রতিক্ষায় আছি যে ?
শতবছরের বার্ধক্য নিয়ে.
উঠোনের দাওয়ায় বসে
মেঠো পথটায় ঝাপসা দৃস্টি মেলি ..
এই বুঝি তুই আসবি .
সবাই বলে পাগল
ছেলে তোমার তারার দেশে থাকে ..
এই ভুবনে কোথায় পাবে তাকে.
তোর মা তো সবার কথা শুনে..
একলা ফেলে এই বুড়োকে তারার সাথি হলো ..
আমি অবিশ্বাসে ওদের যেতে দেখি..
আর মুচকি হাসি তাই কি কখনও হয় নাকি
তুই যে বলে ছিলি ..
অনেক অনেক খবর নিয়ে তুই ফিরবি ?
আজকাল সব ভুলে যাইরে বাপ....
অথচ তোকে বলার কত কি যে বাকি ...
অকুল হয়ে বারবার জপি ..
কবে ফিরবি বাছা আমার ..
কবে ফিরবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।