নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আমরা কি করে এমন নিকট হলাম, আমাদের সুসম্পর্ক জন্ম নেয় কিভাবে? আমরা শুধু কথা বলি, বলতে বলতে হৃদয়ের কপাট খুলে যায় কালে ভদ্রে খবর-পাতার কাগজে লিখে যেতে দু চারটে অক্ষর, তাতেই এমনই আপন হয়েছ, মৃত্যুর সংবাদে যখন তুমি অশ্রুগত অদৃশ্য তোমাকে জড়িয়ে আমিও জ্বলছি আশীবিষে। শব্দ দিয়ে কাউকে ছোঁয়া যায় না, বন্ধু, তবুও চিঠি লিখেছি তোমাকে, মিস করেছি, বিকেলের আলোয় বারান্দায় দাঁড়িয়েছি দেখা না হতে হতে ঝাপসা হয়ে যায়, দেখা হতেই একই আলোড়ন, কি খবর, কি খবর বন্ধু তোমার? তুমি যেন আত্মীয় কেউ? নৈশ খাবারে টেবিলে বসে গল্প করছ, ফাইনালের ছুটিতে তোমরা আসবে, দূর দেশ থেকে আসবে বন্দরে কি তোমাদের আনতে যাবে না কেউ? কি করে এমন হলাম খুব কাছের! শব্দের সমুদ্রের ওপরে বহুদূরে কোথাও, দেখা হবে কি হবে না আমি কিন্তু তোমাকে ভুলি না কখনো - ড্রাফট ১.০/ ফাহাদ চৌধুরীর মন্তব্যে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।