mrchy_84@yahoo.com
ধীরে ধীরে বেড়ে ওঠা ভাললাগা আর এক অব্যক্ত অনুভূতি
আজ তা যেন পালটাতে শুরু করেছে তার রঙ
বহুবিদ কল্পনার রঙিন স্বপ্নে তা যেন আরো রঙিন হয়ে উঠছে
বাস্তবতার কঠিন বিবর্তণের কিছুই যেন তা স্পর্শ করতে পারছে না
শুকনো পাতার মাঝেও এ যেন সবুজ প্রলেপের আবির্ভাব
একি কাঙ্খিত স্বপ্ন লালন, নাকি অযাচিত স্বপ্ন পালন
মনের আঙিনায় উঁকি দিয়ে যায় একি কেবলি ভাললাগা
নাকি অশান্ত ঝড়ের সৃষ্টি করা এক প্রলয়ংকারী ভালবাসার উন্মেষ
ভাবের প্রকাশ এতো যে দুঃসাধ্য তা যেন জানা ছিল না
কষ্টার্জিত করে পাওয়ার তীব্র আকাঙ্খা আর জাগ্রত ভালবাসা
অসাধ্য সাধন আর কল্পনার বাস্তব প্রতিফলন
এ যেন মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আবির্ভাব
হয়ত দেখিনি, হয়ত বা দেখেছি আর তাতেই তো ভালবেসেছি
তোমার অপলক দৃষ্টি আর মনের আকাশের উন্মোক্ত প্রসারতা
বুঝি না ব্যক্ত, না বুঝি অব্যক্ত শুধুই বুঝি তোমায় ভালবাসি
তাইতো প্রাণের স্পন্দন জাগাতে অপূর্ব সূর করি সৃষ্টি
কি করে বলিব ভালবাসি শুধুই তোমায়
সকল জড়তা ছাড়িয়ে তা যেন বলা হয় না আমার
বুকের বাঁ পাশে চিন চিন করে ওঠা ব্যথা আর কিছু বলার আকুতি
তোমার সম্মুক্ষে সবকিছুই যেন ছন্দের পতন ঘটায়
কোন সূরে যেন সূর নেই, নেই তাল নেই লয়
তব হায় মনের মাঝে আজ কেন এতো ভয়
কন্ঠ যে ঝড় তুলতে পারে তা মোর জানা ছিল না
আজ সেই কন্ঠই যেন আমার রক্ত কণিকায় ঘূর্ণিপাকের সৃষ্টি
আমি কেবলি চেয়েছি তোমার মনের ক্যানভাস
যেই ক্যানভাস আমার তুলির প্রলেপে ধারণ করবে রঙিন আকৃতি
সুপ্ত ভাললাগা আর না বলা এক প্রাণচাঞ্চল্য অনুভূতি
আর পথ চেয়ে থাকা আমার অদেখা ভালবাসা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।