আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা

কবিতা ভালোবাসি ।

এমন অদ্ভুতভাবে কথা কয়া ওঠে কে, আন্ধারে?---- য্যান এক উত্তরের ধলাহাঁস দক্ষিনের টানে যাইতে যাইতে শ্যাষে শুকনা এক নদীর কিনারে ডাক দিয়া ওঠে, 'আগো, চেনা কেউ আছো কোনোখানে আমি তো নিরালা মনে আছিলাম আছিলাম আমার সংসারে তার সেই ডাক, সেই কান্দনের আওয়াজটা কানে যাইতেই দেখি য্যান একা আমি চৈতের পাথারে--- আমারে আমার সব নিদারুণ তীর হয়া হানে। আমি তারে কি দিব উত্তর? তারে কোন কথা কই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।