আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা প্রত্যাশা

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

পারবে তুমি জোনাকীর আলো হতে ? ঝিঁঝিঁ পোকাদের ভীড় ঠেলে ঘাস ফড়িংদের মাঝে হলুদ বর্ণবিন্দু হতে? পারবে তুমি আসতে রিনিঝিনি শব্দ হয়ে? লাল-নীল চুড়ির রংয়ে আর টিপের মাথার ফোঁটা হয়ে? ফিতে হয়েও আসতে পারো বেঁধে দিতে চুলের খোঁপা, নিঝুম রাতে বেনি দুলাতে না হয় হয়ে যেও দক্ষিণা বাতাস। পারবে এনে দিতে একটু খানি শীতল বরফ? ঐ হিমালয় থেকে আসবে তুষারশুভ্র স্বপ্ন হাতে...? অভিন্দন তোমাকে। তুমি হয়েছ- মোমবাতির আলো , তাই ধুপ করে নিভে গেলে হালকা জীবন বাতাসে তুমি হতে পেরেছ একটি বিবর্ণ সকাল তাই সে সকালে চুড়ি ভাঙ্গার অস্ফূট আরতী। তোমাকে অভিনন্দন- তুমি আজ আরো একটি ক্লান্ত রাত বেনী বাঁধার স্বপ্নে - না ফিরে আসা ঘুম আর প্রাপ্তির সীমারেখায় একটি শ্রেয় আগামীকাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।