আমি প্রস্তর, সবাই জানে আমার প্রাণ বা অনুভূতি নেই; তাই আমার কথা কেউ শুনতে চায় না। এজন্য আমার যে ভীষণ কষ্ট হয় তাকি কী কেউ বুঝে! আমারও তো দুঃখ আছে, ব্যথা-বেদনা আছে, কিছু বলার আছে। কেন তোমরা আমাকে এতো কঠিন, প্রাণহীন ভাবো! ঐ যে আকাশে মেঘ দেখছ না! তার মতো আমারও একটি শুভ্র মন আছে। ছোট্ট বৃক্ষে অঙ্কুরিত সবুজ পাতার মতো আমার মনেও অগণিত ইচ্ছে আছে; যা বলতে চাই তোমকে! আমার যখন খুব কষ্ট হয়, তখন বসন্তের দুরন্ত বাতাস তার অজান্তেই ছোঁয়ে যায় আমাকে, আমি তাকে পরম আবেগ ও ভালোবাসায় বুকে জড়াতে উন্মুখ হই; প্রাণের উঞ্চতায় স্পর্শ করি। সে তার দুরন্তপনা নিয়ে চলে যায় সেই সুদূর দিগন্তে, হয় তো বা মেঘেরা আমার প্রাণের আকূতি বাতাসের গা থেকে বুঝে নেয়; কখনও বা ইচ্ছে হলে এক পশলা বৃষ্টি হয়ে আমার বুকে আছড়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।