আমাদের কথা খুঁজে নিন

   

পাথরের নবান্ন (01)



মুখরা নারীবাদিরা ঝংকার দিয়ে উঠবেন, এ গল্পে গোপন পুরুষ ভাবনার দগদগে প্রলোভন আছে- হয়তোবা - আধূনিকতা নারীকে যে প্রশ্রয় দেয় তার অধীনে পুরুষতান্ত্রিক কেরানি মন এতে প্রফুল্ল হয়ে উঠবে - আহ এইতো সত্য। আমরা কেবলি ভ্রান্ত পথে হেটে যাই। কিন্তু হিম্মত স্নালের কাউকেই রুষ্ট কিংবা প্রসন্ন করার আয়োজনে মন দেয়ার সময় হয়ে উঠবে না। কারন মন সে একজনকেই দিয়ে ফেলেছিল এবং পূর্বটিলার প্রণয় স্নাল ছোট্ট পাহাড়ী ঝর্ণার ধারে মৃতু্যবধি ফুল ফুটিয়ে যাবে এটি তার কাম্য ছিল না। তাই সে ঠিক করে- আসছে বছরে সে এমন একটা মোক্ষম প্রমাণ জোগাড় করবে যে অর্বাচীন বুড়োরা প্রাচীন বৃদ্ধদের বিস্মৃত স্মৃতির সামনে নতজানু হয়ে মন্ত্র উচ্চার করবে- পিতা ঃ আমাদের ক্ষমা কোরো, আমরা দিকভ্রান্ত হয়েছিলাম।

তারা জন্মপূর্ব হিমশৈলির শুভ্র শিখরে সূর্যাস্তের বর্ণিল আলোকছটায় অন্ধ হয়ে যেতে যেতে ক্রন্দন করে উঠবে - হায় এতদিন আমরা অন্ধ ছিলাম, পিতা তুমিতো জানো যে অন্ধ তার কোন পাপ নেই - তারা কেবল ভুলের সাগর রচনা করে এসেছে, আর যে সাগরের অস্তিত্ব কেবলই শ্রুতি আর কল্পনার অযাচারী মিলনের নষ্ট ফসল । তারা অনাদি যুগের মৃত্তিকার সন্তান, শৈল শ্রেনীর নিস্পাপ অবতরনে সমতল পর্যন্ত তাদের বিস্তার। তাদের কাছে জল মানে পাহাড়ী প্রপাত আর মেঘ বর্ষনের ধারা। হৃদয়ে এক অতল জলধির চাষ মৃত্তিকাভূমি কেমনে সহ্য করে, এজন্য তাদের উপর অভিশাপ নেমে আসলে তারা পুনর্বার ভূমিহারা হয়। কিন্তু কালচক্রেও প্রজাতির গতিচক্রের বিধান পাল্টে যায় - ভূমিহারা জাতি যাযাবর হতে পারে না কারন কলিনিয়মে যাযাবর প্রথা রুদ্ধ, পৃথিবী আন্তর্জাতিক প্রথায় বিভক্ত- এখন আর কোন যাত্রাই অবাধ নয় ।

প্রায়শ্চিত্ত সবসময় সুফলদায়িনী হবেই - এমন সর্বদাই ঘটবে না তাই তারা যা জন্ম দেবে তা হবে এক ধর্মহারা জাতির উপাখ্যান । কিন্তু এর কোন কিছুই হিম্মত স্নালের চোখে ধরা পরবে না। তার চোখ পূর্বটিলার কচি সূর্যমুখি ফুলের পাশে দাড়িয়ে থাক প্রণয়ের বিষন্ন চোখে নিমগ্ন। এই বিষন্নতা তুরা পাহাড়ের উত্তরে পুঞ্জীভূত মেঘ হয়ে গোটা দিগন্তে ছড়িয়ে পড়ে। তার বেদনার ছাইপাশে চাপা পড়ে সত্য কিংবা মিথ্যা অন্বেষনের জন্য গোটা জনপদের তীব্র কিংবা নিস্পৃহ আকুলতা।

হিম্মতের জীবনের একমাত্র সত্য প্রণয়ের সঙ্গে তার মিলন - এই অমোঘ নিয়তিতে যা একমাত্র বাধা হয়ে দাড়াবে দুইশত বছর ধরে বহন করে চলা রীতি। সে তার ধমনীতে অনুভব করে মায়ের শোণিত ধ্বনি - জীবনের স্পন্দন এক মুহূর্ত যেন স্তম্ভিত হয়, তবু মার চেয়ে প্রণয়ের মুখ যেন অধিক উজ্জ্বল মনে হয় - সে কেবল বিড় বিড় করে বলে উঠতে পারে - তোমার স্নাল রক্তে বিষ বইছে -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।