যুদ্ধাপরাধীদের বিচার চাই আজ একটা ছোট্ট লোহার বাক্সে পুরে ইচ্ছেগুলো অচিনপুরের ঠিকানায় নদীর জলে বেহুলার ভাসানের সঙ্গী করে স্রোতের মাঝে ভাসিয়ে দিলাম। সাপে কাটা লক্ষীন্দরের সনে অভিশপ্ত বাসনাগুলো কোন সুদূরে ভেসে যায় কে জানে? বেহুলাই কি শেষ অবদি থাকে চাঁদ সওদাগরের পুত্রের সনে? মনসার অভিশাপে চাঁদ সওদাগর যে পাপ নিয়ে সাত পুত্র হারায় বেহুলার কি দায় মরা স্বামীর প্রাণ ফিরিয়ে আনার নাকি নারী-জন্মই তার একমাত্র পাপ? পিতা-পুত্রের পাপ মুছতে মুছতে নিজের অস্তিত্বের কথা ভুলে বেহুলা ভুলে যায়, তার মনের কোন এক কোণে ছিল সুপ্ত বাসনা কেন আজ তা ভেসে যায় ভেলার সনে? দেবতার সন্তুষ্টি ঘুঙ্গুরের মূর্ছনায় যুগে যুগে নারী শুধু বেহুলায় রয়ে যায় কখনো জননী, কখনো জায়া কখনো বা লহ্মীর রুপে জন্মদায়ের পাপ ঘোচায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।