আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের আবডালে

এইতো তুমি ! সাদা সার্ট , হলুদ সোয়েটারে গম্ভীর প্রিয় মুখ ! তুমি হাঁটছো , কি এক কথায় খুব হাসলে ! কি লেখো তুমি - কবিতায় প্রশ্নের উত্তর ? এই তো তুমি ! স্নান সেরে গুনগুন করছো প্রিয় সুর । এই তোমার হাতে সিগারেট ! মুখে অপরাধী হাসি ! খুব জেনে গেছো , এই হাসিতেই মাতাল আমি ! তোমার শ্বাসে , আমার যে বেঁচে থাকা দীর্ঘশ্বাসেই তা নিমিষে ভেঙে চূর ! তোমার একটুকরো হাসি ভাসায় আলোয় ভেলায় এক ফোঁটা অশ্রু দেয় আঁধার , দু'হাত পেতেছি , কষ্টগুলো দাও । তুমি আলোয় হাঁটো আমি পায়ের ছাপ বুকে নিয়ে চলি। তোমার সব ভাবনায় বুনে দেই হাজার সুর তুমি ঘুমোও , জোছনায় বিছিয়ে দেবো ক্লান্ত হিজল । এই তো তুমি ! নিঃশ্বাসের ঠিক ঠিক কাছেই - লেখায় , উদাস ভাবনায় , মন খারাপের জানালায় সেইতো আমার চিরদিনের তুমি ! মাঝে কেবল এক স্বচ্ছ কাঁচের দেয়াল আমারই ইচ্ছে দেয়াল ! ভাঙবো না জেনো দেয়ালেই ওপাশের তুমি যে অনেক প্রিয় ! এই তো তুমি ভাবছো আমায় ! এতেই আমার আমিকে পাই । পাই ,ইচ্ছে দেয়ালের আবডালে প্রিয় সুখ ! ০২/০১/২০১১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।