আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের অনুমোদন

রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও

মহাকালের অতীত, বর্তমান, ভবিষ্যতে শুধুই তোমার ইচ্ছের অনুমোদন, অনি:শেষ সময়ের উদ্ভাবন তোমারই ইচ্ছের সৃষ্টি। আলো এখানে আলো থাকে না অন্ধকার- অন্ধকার হতো না তোমার ইচ্ছে ছাড়া। লূ হাওয়া হীম হয়ে যায় পানি থেকে বন্যা। সুখ- সুখ থাকে না, শীতল, উষ্ণ আপন বৈশিষ্ট্য ফিরে পায় না কৌশল ছিটকে পড়ে দু:খ বিভীষিকা থেকেও বেরিয়ে আসে- সুনিবিড় অর্জন। তোমার পুনর্বাসন; পরিবর্তন করে দ্যায় মানবীয় বোধের সব নিয়মকে।

মানসের সামান্য অবকাশটুকু ছাড়া সৃষ্টি জগতে কেবলই সুনির্দিষ্ট সাঁতার। ভগ্নস্তুপ থেকে পুনরুত্থান বিন্যাস সবই তোমার সুদৃঢ় পরিবেষ্টনে। নির্ভূল সীমাবদ্ধতাহীন তুমি ছাড়া কোন কিছুরই কোন সংজ্ঞা নেই। 'হে সংরক্ষিত ফলকের মালিক। আমার দূভাগ্য গুলোকে ছাটাই করে দাও' অতীত, বর্তমান, ভবিষ্যৎ থেকে; পরিবর্তন করে দাও সৌভাগ্যে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।