আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
একদিন ইচ্ছে করেই -
সমস্ত কোলাহল ছেড়ে
চলে যাবো দূরে
সবুজে হলুদে মাখামাখি
কোন সরষে ক্ষেতে।
একদিন ইচ্ছে করেই-
চলে যাবো কোন ঝুপড়ি ঘরে
জেনে নেব
সানকিতে একমুঠো ভাত
কতটা তৃপ্ত করে
রাখালের বুক।
একদিন ইচ্ছে করেই-
নদীর পাড়ে বসে
মাছেদের নাচ দেখে
কাটাবো সারাদিন।
একদিন ইচ্ছে করেই-
তড়তড়িয়ে উঠে যাব
কোন অশ্বথ ডালে
পাখিদের গান শুনে
ভুলে যাবো সমস্ত যন্ত্রনা।
একদিন ইচ্ছে করেই-
বসে যাবো মোড়ের মাথার
কোন ন্যুজ্ব চা-খানায়
গরম চায়ের স্বাদ নেবো
ভাঙা পেয়ালায়।
একদিন ইচ্ছে করেই-
বেড়িয়ে পড়বো গভীর রাতে
সোডিয়াম লাইটের নীচে
হাঁটতে থাকবো সারারাত
হয়তো বন্ধুত্ব করে নেবো
আমারই মত রাতজাগা
কোন কুকুরের সাথে।
একদিন ইচ্ছে করেই-
ঢুকে যাবো কোন অজানা সুড়িখানায়
বেহুদ মাতাল হয়ে
রাস্তার মাঝখানে
শুয়ে থাকবো চিৎপাত।
একদিন ইচ্ছে করেই-
ভাড়ায় খাটাবো শরীর
জেনে নেবো কতটা কষ্টে
গণিকারা বেছে নেয়
বিষের দুয়ার।
একদিন ইচ্ছে করেই-
তোমাকে জড়িয়ে ধরে
ভাগাভাগি করে নেবো
জীবনের সব আলাপণ।
তারপর একদিন
সমস্ত কাজের শেষে
মৃত্যুকে ইচ্ছে করেই-
করবো আলিঙ্গন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।