আমাদের কথা খুঁজে নিন

   

একদিন ইচ্ছের-রথ চড়ে

আহসান জামান

অবশেষে একদিন দু’হাতে কাজের ভীড় ঠেলে, সন্ধ্যার বাড়ী ফেরার পাতাল-ট্রেনের উদরে বসে আনমনে আহ্লাদে পুঁড়ে পুঁড়ে চলে যাবো অজ্ঞাত ষ্টেশনে। অসংখ্য মানুষের ভীড়ে; একা হবো, আরো একেলা হয়ে। আমার আশপাশ; তুমুল বাতাসে তখন, দ্রুত ফিরে যাবে ঘরে - সারা গায়ে স্বপ্ন-দ্যুতির পালক জড়িয়ে। আর আমি কেবল সারসের গ্রীবার মতো শুষ্ক চোখে দেখে নেবো দিগন্তের মিল-রেখার ঘনিষ্টতা। কবেকার বোধের আন্তঃজালের গভীরে - খুঁড়ে খুঁড়ে তুলে নেবো অসংখ্য পুরোনো মুখ; বিগত দিনের এক একটি গল্প আর সেইসব বৃদ্ধ-হাসি-কান্নার জলছবি। ফোঁটা-ফোঁটা-বৃষ্টি-পতিত দু’চোখ আমার; হবে লালচে মাতাল আর রাত-জাগা-শ্রমিকের মতো পাংশু মুখে কালো-কফি হাতে হেঁটে যাবো, দুপুর-রোদের পারদ-পোড়া তাল তাল বিষণ্ণতা মেখে না-ফেরা বাড়ীর পথে; জানালায় পড়ে থাকা তোমার অপেক্ষার-দু’চোখে তখন স্বপ্ন-বুদবুদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.