আহসান জামান
কেনো যে হঠাৎ হাসির রোদ্দুর মুছে
মেখেছো তুমি অধরে আঁধার; কাঁপা জলস্বরে আঁকা,
মেঘের গর্জনে ছুটে গেছো
কতদূর পথ; মনোতলদেশে রেখে দিয়ে
অসংখ্য বেদনার দাগ।
আমি তাই কান পেতে, চুপ;
অপেক্ষার জলে বাঁধি ঘর।
ডাকস্বর ফিরে পেলে
উড়াবো আমারও নীরবতা, নিরিবিলি এইসব রাত;
শিমুল তূলোর হাসিতে তখন কুড়াবো রোদ্দুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।