বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।
১.
খবর:
দেশের কোথাও সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না, বলেছেন সাহারা খাতুন।
উষ্টা:
তার মানে দেশে শান্তির সু-বাতাস বয়ছে ! ওয়াও, ওই কে কই আছিস মিষ্টি আন এখনি। দেশে শান্তির বাতাস বয়ে দেয়ার জন্য ওখনি নোবেইল শান্তি কমিটিতে নাম পাঠা ষাহাড়া আন্টির। এই বার নোবেইল ঠেকাই কেডা দেখমু।
২.
খবর:
অল্প সময়ে অধিক সম্পদের মালিক হওয়ার সর্বোত্তম মাধ্যম এখন রাজনীতি।
৩.
উষ্টা:-
-জনাব, আপনি কি করেন?
- (খুব ভাব নিয়ে) আমি রাজনীতি ব্যবসা করি।
-কি কন! রাজনীতি আবার ব্যবসা হইলো কবে থেইক্কা। রাজনীতি তো মানুষ করে অন্যের মঙ্গলের জন্য, দেশের মানুষের জন্য। এটা কি ব্যবসা নাকি? হে হে হে।
-কেন? রাজনীতিতে কি লাভ ক্ষতি টেকার ব্যপার নাই ! ব্যবসা হইবো না কেন! বিশাল লাভজনক বিজনেস, তয় সিজনাল। ক্ষমতায় যতদিন আছি তত দিন চাঙ্গা, ক্ষমতা ফুরাইলে লাল বাত্তি !
৪.
খবর-
আবুল হোসেন প্রকৃত দেশপ্রেমিক। বলেছেন প্রধানমন্ত্রী
উষ্টা-
অবশ্যই প্রকৃত প্রেমিক। আমরা সবাই গাব গাছ। নিজের টেকা দিয়ে সেতু বানাইতে চাইছিলাম কিন্তু আবুল সাহেব আমাদের দেশপ্রেম দেখাতে না দিয়ে নিজেই প্রেমিক হয়ে গেলেন।
তবে কার সেটা ইয়াদ নাই !
৫.
খবর-
সৈয়দ বংশের শেষ নবাব জনাব আবুল হোসেনের অকাল পদত্যাগ।
উষ্টা-
সৈয়দ সাহেব চিন্তা কইরেন না। যা আয় করছেন এত দিন, আশা করা যায় তাতে আপনার কয়েক প্রজন্ম চলে যেতে পারবে। নবাবী হালত ধরে রাখতে পারবেন। কিন্তু পদ্মা সেতু বানাতে মন্ত্রীরা তাদের বেতনের যে টাকা দেয়ার কথা তা মনে করে দিয়ে যায়েন কইলাম।
কারণ এর পরে তো আপনি আর মন্ত্রীত্ব বেতন পাবেন না !
৬.
খবর-
পদ্মা সেতু করতে ২৫ পয়সা মুঠোফোন সারচার্জের প্রস্তাব।
উস্টা-
বুড়ো বয়সে গর্ব করে নাতী-নাতনীকে বলতে পারবেন নিজের টাকায় করা এই সেতুর কথা।
-দেখরে নাতী, আমাদের আমলে আমরা ফোনে কথা বলতে বলতে দেশের সব চেয়ে বড় সেতু বানিয়েছিলাম। নিজের টেকা দিয়ে। আজ তোরা তার উপর দিয়ে পার হচ্ছিস।
-হু দাদুভাই,ক্লাসের সেতু নামের মেয়েটাকে পটাতেও আমার অনেক ফোন খরচ লাগছে। তারপরেও নিজের টেকা দিয়েই তাকে জয় করবো।
৭.
খবর:
দূষন সর্বোচ্চ ঢাকার নদী গুলোর পানিতে। পানির রং পরিবর্তীত!
উষ্টা:
পানির কোন রং নাই। ডাহা মিথ্যা কথা!
বিশ্বাস না হলে
ঢাকার চারদিকে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা নদীর পানির দিকে তাকান।
কিছু কি দেখা যায়?
যায় না।
তার মানে রং আছে।
আর তা হইলো কালা।
৮.
খবর:
বিদ্যালয়ে নৈতিকতা শেখাতেও করা হয় দুর্নীতি।
উষ্টা:
দুর্নীতি মানে শুধু টাকার বিষয় নয়।
আপনার হাতে যে ক্ষমতা রয়েছে তার অপব্যবহার করা হচ্ছে দুর্নীতি ।
ছাত্র- স্যার দুর্নীতি কি ?
স্যার- হুম দুর্নীতি ! ভাল প্রশ্ন। শোন আজ ক্লাস নিবো না । আমার শালার ছোট ভায়ের আপন দুলাভাইয়ের মেয়ের বিয়েতে যাবো। সামনের দিন আমরা দুর্নীতি বুঝবো ।
৯.
খবর:
নিজ দায়িত্বে দরজায় তালা দিয়ে যান-স্বরাষ্ট্র মন্ত্রী।
উষ্টা:
ঈদে আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কারণ আমরা সন্ত্রাসীরা আছি তো আপনার নিরাপত্তা চেক করার জন্য।
আপনার ঘরের দরজায় ঠক ঠক করে বাজিয়ে দেখবো,
আপনি তালা লাগিয়েছেন তো?
বি:দ্র: এই সব ধ্যান-ধারণা উর্বর মস্তিস্ক প্রসূত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।