আমি একজন খাস ঢাকাইয়া। থাকি পুরানো ঢাকায়। আমার আশেপাশের ঢাকাইয়া মানুষগুলোর রসিকতাবোধ দেখে এবং তাদের কথার ধারালো শান দেখে প্রতিনিয়ত বিস্মিত হই। আমরা তাদের এই ঐতিহ্য ধরে রাখার যোগ্য নই। যারা যোগ্য তারা হারিয়ে যাচ্ছেন দিনে দিনে।
তাদের একজনের একটি মজার ঘটনা হঠাৎ মনে পড়লো। তাই এই লিখে রাখার আর জানানোর প্রয়াস।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় পুরানো ঢাকার দেয়াল গুলো প্রধান দুটো রাজনৈতিকদল দখলের প্রতিযোগিতায় নেমেছিল। কারন সেই দেয়ালেই লেখা হবে দখলকৃত দলের নির্বাচিত প্রার্থীর পক্ষে বিভিন্ন প্রভোলনমূলক শ্লোগান। নিজ নিজ দখল নিশ্চিত করবার জন্য এক দল ইংরেজী বর্ণে লিখতো বিএনপি আর অন্যদল বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ)।
আমাদের পাড়ার সাজ্জাদ চাচা বাড়ীর দেয়াল রং করিয়েছেন বেশী দিন হয়নি। সেই দেয়াল দখল করলো এলাকার আওয়ামী লীগের অতি উৎসাহী কয়েকজন। নিজেদের দখল বুঝাতে দুই হাত ফাঁকে ফাঁকে লিখে রাখলো বিএএল।
এই ঘটনার দুইদিন পরে শুক্রবার ছিলো। জুম্মার নামাজের পর সাজ্জাদ চাচা স্থানীয় আওয়ামীলীগের এক নেতার সাথে এই ঘটনা নিয়ে যে আলোচনা করলেন তা অনেকটা এরকম-
সাজ্জাদ চাচা : ভাতিজা, শরমে তো নিজের বাড়ির দিকে তাকাইবার পারিনা।
চাইলে শরমে মাথা নিচা হয়া আহে। কিছু একটা কর।
স্থানীয় নেতা : কেন কাক্কা !! কি হইছে!! কোন হালা কি করছে!!
সাজ্জাদ চাচা : ওই মিয়া তুমি দ্যাহ (দেখ) নাই আমার সাড়া বাড়ির বাল (বিএএল) গজাইছে। তোমার দলের পোলাপান আবার তা লেইখ্যা রাখছে..। ।
স্থানীয় নেতা : আমি ওগো কয়া দিমুনে (কাঁচুমাঁচু ভাবে)।
পরদিন সকালে সাজ্জাদ চাচার দেয়ালে সেই লেখাগুলোর উপরে দেখা গেল সাদা চুনের ঘন প্রলেপ। আর আশে পাশের দেয়ালগুলোতে সাদা চুনের প্রলেপের উপর কালো রং দিয়ে লেখা ছিলো শুধু 'লীগ'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।