আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশীরা শুধু আসাম নয় পুরো ভারতের জন্য হুমকিঃ দিপু মনি তুমি কোথায়?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সপ্তাহখানেকের উপরে ভারতের আসামে জাতিগত দাঙ্গা হচ্ছে। টার্গেট বাংলাভাষী ও মুসলমানগণ। বড়ো ও আসামীদের যে বিদ্বেষ তা নয় এর পিছনে ভারতের রাজনৈতিক দল বিজেপি সহ উগ্র হিন্দু দলও জড়িত। সে যাই হৌক শুরু হতেই কেবলই গুঞ্জন যে এটা বাংলাদেশ হতে আগত অভিবাসীদের কারণে এটা হচ্ছে। এটা ভারতের পত্র পত্রিকা সহ ইলেকট্রনিক্স মিডিয়া এবং ইন্টারনেটে ব্যাপক প্রোপাগান্ড হচ্ছে।

এতদিন স্রেফ আসাম সহ ভারতের অন্যান্য মুসলিম নেতৃবৃন্দগণ বলে আসছিলেন এর পিছনে বিজেপির ইন্ধন আছে। এটা ৭ই আগষ্ট পর্যন্ত বিজেপির আসামের স্থানীয় কিছু সাধারণ নেতা বাংলাদেশ বাংলাদেশ বলে অভিযোগ করতে থাকলেও গতকাল ভারতীয় লোকসভায় বিজেপির সিনিয়র লিডার সরাসরি বলে দিলেন যে এর পিছনে বাংলাদেশী অবৈধ অভিবাসীদের হাত রয়েছে। সে কারসাজিমূলক ভাবে এটাকে হিন্দু-মুসলিম নয় বরং বাংলাদেশ থেকে আসা অভিবাসীরাই এর জন্য দায়ী করলেন। এটা সাম্প্রদায়িক কিংবা জাতি বনাম উপজাতি নয় বরং বিদেশীরা দায়ী। এর জন্য নিম্নের ভিডিওতে ৪:৫৫ হতে শুরু; http://www.youtube.com/watch?v=HsDwxkE7jEY Click This Link Click This Link বিজেপির এলকে আদভানীর মতে এই বাংলাদেশীরা শুধু আসাম বা পূর্ব ভারতের জন্য নয় বরং গোটা ভারতের নিরাপত্তার জন্যই হুমকি স্বরুপ।

শ্রী আদভানী যতই বাংলাদেশ বাংলাদেশী চিৎকার দিক আসল টার্গেট ভারতের মুসলমান। বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী দল গুলো সেখানে স্রেফ হিন্দু ও বৌদ্ধ রেখে অন্যদের বিশেষ করে মুসলিম ও খ্রীষ্টান মূক্ত ভারত গড়ার স্বপ্ন দেখে। বিজেপির মহিলা নেত্রী উমা ভারতী বাবড়ী মসজিদ ভাঙার উদ্দেশ্যে রামজন্মভূমি আন্দোলনে বলেছিল "ভারতের সব মুসলমান বাবরের সন্তান" In fact during the entire campaign for Ramjanmabhoomi BJP and many of its individual members like Sadhvi Rithambara and others indulged in most vicious anti-Muslim campaign. Cheap rhetoric of all Muslims being 'Babar ki Aulad' (Babar's children) was indulged in without any restraint. Uma Bharti and Rithambara used most abusive language against Muslims throughout Ramjanmaboomi campaign until Babri Masjid was demolished by a frenzied mob and when Masjid was demolished BJP leaders hugged each other in joy and celebrated the day as day of Diwali. Crackers were burst, especially in U.P. throughout that night. http://www.csss-isla.com/arch 69.htm তাই ধূরন্ধর ও শয়তান আদভানী ও তার বিজেপির নম্র-ভদ্র সুরে বাংলাদেশী ইস্যুতে প্রকৃতপক্ষে মুসলিম বিদ্বেষী উগ্রহিন্দুত্ববাদের প্রতিধ্বনি তা সচেতন ও বিবেকবান মানুষের বুঝতে অসুবিধা হয় না। আদভানী ও বিজেপিকে বিরোধী দল ভাবলে হবে না। তারা সরকারে ছিল এবং ভারতের লোকসভায় শতাধিক আসন সহ ডজনখানেক সিটের মিত্র দলেরও সমর্থন আছে।

এখন কথা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র দফতর আসামের এই দাঙ্গার শুরু হতে বাংলাদেশকে জড়িয়ে যে অপবাদ দিচ্ছে তার বিরুদ্ধে কিছু বলে না কেন? এখন আদভানীর লোকসভায় বাংলাদেশকে সরাসরি দায়ী করল সেটাতো বিজেপিরই দলীয় বক্তব্য। এই বিষয়ে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি কোন বিৃবতি দিবে? নাকি বাংলাদেশকে পাকিস্তানের বাফার ষ্টেটের অভিযোগ শুনে নীরবতা পালন করবে? যে দিপু মনি সাধারণ ভারতীয় সাংবাদিকের বক্তব্যের প্রতিবাদ করতে পারে না সে কি আদভানীর বক্তব্যের প্রতিবাদ করবে? নাকি বাংলাদেশ বিশ্বের দরবারে এভাবেই অপমানিত হতে থাকবে?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.