শুভেচছা আপনাদের সবাইকে,
আমার লেখাটি পড়ে কেউ আমাকে ভুল বুঝবেন না অনুগ্রহ করে।
আমি নতুন তাই কোন ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিলাম।
আমি বুঝাতে চেয়েছি যে আমাদের রাজনৈতিক দলগুলো একজন ক্ষমতায় যেয়ে আরেকজন কে চোর বলছে আবার নিজেরাই আড়ালে আবডালে একই চোট্টামী চালিয়ে যাচ্ছে। আর আমরা তাদের পাপের সব ফল ভোগ করে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার গুলো নিয়ে কি সুন্দর হাডুডু খেলে যাচ্ছে তারা যেন তাদের ক্ষমতায় আসার মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষ কে কতভাবে কষ্ট দেওয়া যায় সেই দৌড়ে ১ নম্বর হওয়া।
আমার মাঝে মাঝে ইচ্ছে হয় দেশের শীষ্ নেতাদের জিেজ্জস করতে যে দেশের জনগণকে আসলে তারা নূন্যতম মানুষ হিসেবে গণ্য করেন কি না। যদি গণ্য করে থাকেন তা তাহলে তাদের বোঝা উচিত যে আমরা পশু না আমাদের চিন্তা করার শক্তি আছে তাই আমরা বুঝি কে কী করছে। আরো অনেক কিছু লেখার ছিলো কিন্তু ক্ষান্ত হলাম এই ভেবে যে নতুন হিসেবে কেমন দেখাবে।
ভুল হলে ক্ষমা করবেন এই প্রত্যাশাই রইলো। ।
। । । । ।
। । । । ।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।