ফেরার পথে দেখা, আর রব না একা এখনও অনেক কিছুই বাকী হাতে হাত রেখে হাঁটা হয়নি সমুদ্রতীরে চোখে চোখ রেখে বলা হয়নি ভালবাসি একা্ন্তে বসে দেখা হয়নি সূর্যোদয় তার আগে বাকী আরও অনেক কিছুই আকাশের চাঁদটা পাড়া হয়নি তোমার জন্য এভারেস্ট শৃঙ্গে উঠে তোমার নাম খোদাই করা হয়ে উেঠেনি আজও ভালবাসা জন্য সাত সমুদ্র তের নদী পাড়ি দেয়া হয়নি এখনও স্বপ্নের রাজপ্রাসাদ ছেড়ে, কল্পনা ভুলে আসা হয়নি মর্ত্যের পৃথিবীতে, কঠিন বাস্তবে এতসব বাকী ভাব তুমি ফাঁকি, রয়ে যাও দূরে নগদ প্রাপ্তি কিছু নেই বাকির ভিঁড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।