বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে। তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। ১।
একদিন গাড়ী চালাতে চালাতে
হঠাৎ পড়ল চোখ ফুটপাতে তে
মেয়েটি ডাকলো যেন হাত নাড়িয়ে
গেলাম তখন তার কাছে দাড়িঁয়ে
নেমে গিয়ে বললাম কেথায় যাবে
মনে হলো গেছে সে পথ হারিয়ে
২।
কোন কথা মুখে তার ফুটল না যে
ঠোটে তে একটু সাড়া উঠলোনা যে
বড় বড় তার দু'টি চোখের তারায়
ইশারা ছাড়া তো কিছু জুটলো না যে
৩।
ছোট্ট সে মেয়েটি আঙ্গুল ধরে
তুললাম গাড়ীটায় এলাম ঘরে
বোবা লাল গোলাপের একটি কুড়িঁ
আমার ঘরটা দিল আলোয় ভরে
৪।
মুক্তোর মত দাতেঁ হসতো সে যে
আমাকে ভীষণ ভালবাসতো সে যে
কাজের শেষেতে আমি বাড়ী ফিরলেই
দরজায় এক একচোটে আসতো সে যে
৫।
তার সাথে ছোট হয়ে কত খেলেছি
পুতুলের খেলা ঘরে লুচি বেলেছি
রং মসলা আর ফুলঝুরি কত
দেয়ালীর সন্ধ্যায় আমি জ্বেলেছি
৬।
দিন গেল মাস গেল বড় হলো সে
রূপ তার ভরে এলো সারা গায়েঁতে
এমন মেয়ের মুখে কথা এলো না
বিধাতার একি খেলা বুঝিনা তা যে
৭।
প্রজাপতি উড়ে এলো ফুলের হাওয়ায়
দারুণ একটি ছেলে বলল আমায়
সে আমার তুলে আনা টবের গোলাপ
ভালবাসা দিয়ে তার ভরে দিতে চাই
৮।
দেখলাম তার চোখে নেই ইশারা
লক্ষ হাজার কথা দিচ্ছে সাড়া
যুগল বন্ধী হলো বাশঁরী হলো ষেথায়
তার হলো অপরূপ রূপ কথারা
৯।
মালা বদলের পালা শেষ হয়েছে
নতুন সিধুঁরে তার সিথিঁ পড়েছে
এবার আমায় ফেলে চলে যাবে সে
সেই সাড়া সার ঘরে ফুটে উঠেছে
১০।
আমার আশীর্বাদ মাথায় করে
সুখী হোক সে তার স্বামীর ঘরে
আনন্দ বেশী হলে চোখে আসে জল
সে জল ঝরুক এই দু'চোখ ভরে ||
মান্না দে'র অসাধারণ একটি গান।
আমার খুব ভাল লাগা একটি গান। কিন্তু লিংক দিতে পারলামনা
কারো কাছে ইউটুব লিংক থাকলে দিয়ে যাবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।