'জঙ্গিবাদের হুমকি : বাংলাদেশ ভাবনা' শীর্ষক সংলাপে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সমাজের প্রগতির জন্য উন্নত দৃষ্টিভঙ্গি ও অসাম্প্রদায়িক চিন্তা-ভাবনা প্রয়োজন। জঙ্গিবাদের অবস্থান বর্তমানে আন্তর্জাতিকভাবে বিস্তৃত। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় যে সহিংসতার ঘটনা ঘটেছে তা জঙ্গিবাদের বহিঃপ্রকাশ। আর জঙ্গিবাদ দমনে ধারাবাহিক লড়াই ও সাংস্কৃতিক লড়াই প্রয়োজন। দরকার শিক্ষাব্যবস্থার পরিবর্তন। তবে বিচারবহিভর্ূত হত্যাকাণ্ডের মাধ্যমে জঙ্গিবাদ কখনো বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাচনের ফলাফল থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।