জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় আমি আজ আকাশের মতো একেলা কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায় আমি আজ আকাশের মতো একেলা একেলা........একেলা সজল উদাস পায়ে বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে সজল উদাস পায়ে বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে বিলাপের ভাঙ্গা সুর ভেঙ্গে গেছে আধার বিনায় কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায় আমি আজ আকাশের মতো একেলা একেলা........একেলা দুটি গান দুটি প্রাণ দুটি মন এই নিয়ে দুজনার এ ভুবণ দুটি গান দুটি প্রাণ দুটি মন এই নিয়ে দুজনার এ ভুবণ এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন সে সাধ অতীত আজ কাদে নিরালা নিয়ে শুধু বিরহের দহণ জ্বালা সে সাধ অতীত আজ কাদে নিরালা নিয়ে শুধু বিরহের দহণ জ্বালা চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায় কাজল মেঘের ভাবনায়ম, বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায় বাদলের এই মেঘ ঘিরেছে ব্যাথায় আমি আজ আকাশের মতো একেলা একেলা........একেলা এখানে শুনুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।