আমাদের কথা খুঁজে নিন

   

মান্না দে স্মরণে সুবীর নন্দী

এ বিষয়ে সুবীর নন্দী গ্লিটজকে বলেন, “মান্না দের কোন গানগুলো করব তা এখনও ঠিক করিনি। তবে তার গাওয়া গানগুলোর মধ্যে সবাই শুধু জনপ্রিয় গানই গাইছে। এসবের বাইরেও তার প্রচুর ভালো গান আছে। এ ক্ষেত্রে আমি সত্তর ও আশির দশকের গানগুলোর কথা ভাবছি। ”
তিনি আরও বলেন, “আমাদের দেশে যে ধরনের লাইভ অনুষ্ঠান হয় তা পৃথিবীর আর কোথাও হয় না।

এ ধরনের অনুষ্ঠান করে আমরা গানকে সাধারণ পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু গানের মর্যাদা এতে ক্ষুণ্ন হচ্ছে। নিজের কথাই বলি। হয়তো কোনো অনুষ্ঠানে দর্শক আমারই গাওয়া কোনো গান গাইতে বলল। অথচ গানটির পঞ্চাশ ভাগ আমার স্মরণে আছে।

আমি যদি দর্শকের অনুরোধ রাখতে গিয়ে গানটা করি তাহলে এর মান পড়ে যায়। তখন নিজের সুনাম ক্ষুণ্ন হয়। এটা শিল্পীদের করা উচিত নয়। ”
তিনি মান্না দে প্রসঙ্গে বলেন, “মান্না দের প্রতি এদেশের মানুষ যে ভাবে ভালোবাসা জানিয়েছে তা অসাধারণ। আসলে এ দেশের মানুষের বেশির ভাগটাই ভালো।

কিছু বিষয় আছে নেতিবাচক। তা বাদ দিলে আমরা খুবই ভালো। ”
সাইফুল ইসলাম প্রযোজিত ‘তোমায় গান শোনাব’-এর বিশেষ পর্ব ৭ নভেম্বর রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।