জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । আমরা সকলে জানি যে পৃথীবির ভয়াবহ সব যুদ্ধের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যতম ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সর্মপকে আমরা, অনেকে অনেক কিছু জানি ।
এই জানাকে আমি একটু বিস্তারিত ভাবে তুলে ধরলাম ।
আচ্ছা আসুন থাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু তথ্য জেনেনি ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু : ১৯৩৯সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমনের মাধ্যমে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ : ১৯১৯সালের অযৌক্তিক ভার্সাই চুক্তি ,
ফ্রান্সের অসৌজন্যমূলক আচরণ,
জার্মানিতে নাৎসি পার্টির আবির্ভাব ,
ভার্সাই চুক্তিতে ইটালির অসন্তুষ্টি ,
জাপানের সম্প্রসারণ নীতি এবং ইংল্যান্ড ও ফ্রান্সের সাম্রাজ্যবাদী মনোভাব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষ: অক্ষশক্তি তে ছিল( জার্মানি ,ইতালী , জাপান) ।
মিত্রশক্তি তে ছিল (ব্রিটেন ,ফ্রান্স , রাশিয়া , যুক্তরাষ্ট্র ,পোল্যান্ড )।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয় ৭ ডিসেম্বর , ১৯৪১ সালে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন এডলফ হিটলার ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় USA এর প্রেসিডেন্ট ছিল -ফ্রাষ্কলিন ডিলানো রুজভেল্ট ও ট্রুম্যান ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন -উইন্সটন চার্চিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন - লিশোমো যোসেফ স্ট্যালিন ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির প্রধান ছিল যারা :
১. জার্মানির এডলফ হিটলার
২. জাপানের সম্রাট হিরোহিতা ,
৩.ইতালির মুসোলিনী ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটি পারমানবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল এদের একটার নাম ছিল LITTLE BOY এটা যুক্তরাষ্ট্র কতৃক, জাপনের হিরোশিমায় নিক্ষেপ করা হয়, ৬ আগষ্ট ১৯৪৫ সালে হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে ।
আর দ্বিতিয় পারমানবিক বোমাটির নাম ছিল FAT MAN এটিও যুক্তরাষ্ট্র কর্তৃক, জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়, ৯ আগষ্ট ১৯৪৫ সালে হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমর নায়ক যারা ছিল :
১ জেনারেল আইসেন হাওয়ার {যুক্তরাষ্ট্র}
২ জেনারেল লিশোমো যোসেফ স্ট্যালিন {রাশিয়া }
৩ ফিল্ড মার্শাল রোমেল {জার্মানি}
৪ জেনারেল মন্টিগোমারী {বৃটেন}
আর ক্ষয় ক্ষতির পরিমান ছিল অপরিমেয় ,আসুন এই অপরিমেয় ক্ষয়ক্ষতির একটু জেনেনি :
এই যুদ্ধে সব মিলিয়ে মারা গিয়েছিল প্রায় ৫,৪৮,০০,০০০ জন মানুষ ।
এর মধ্যে শুধু সোভিয়েত ইউনিয়নেই মারা গিয়েছিল ২৫০০০০ জন ।
পোল্যান্ডে মারা গিয়েছিল ৬০১৮০০০ জন ।
এই যুদ্ধের ব্যায় ধরা হয়েছিল আনুমানিক ১.৫ মিলিয়ন মিলিয়ন রুবল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।