যোগাযোগমন্ত্রীর যানজট-দর্শন নিয়ে প্রথম আলোতে
তারিখ: ০৬-০৮-২০১২ প্রকাশিত সংবাদ নীচে প্রদান করে আপনাদের মতে কি ভাবে সমস্যা দূর করা যা্য় তা বলার জন্য অনুরোধ করা হলো।
নিজস্ব প্রতিবেদক |
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত এলাকায় যানজট পরিদর্শন করেছেন। তবে মন্ত্রীর যানজট পরিদর্শনের খবর আগেই গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়। তাই এ সময় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর আসার খবর পেয়ে বিকেল চারটার দিকেই পুলিশ, ম্যাজিস্ট্রেট ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলামোটরে অবস্থান নেন।
মন্ত্রী আসেন বিকেল পাঁচটার দিকে।
সেখান থেকে ওবায়দুল কাদের ব্যস্ত সড়ক ধরে হাঁটা শুরু করেন। সঙ্গে পুলিশ, মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা ছিলেন। কারওয়ান বাজার এলাকার যানজটের অবস্থা দেখে যোগাযোগমন্ত্রী দলবল নিয়ে ফার্মগেটে যান। তখন সেখানে শত শত ঘরমুখো মানুষ অপেক্ষা করছিল বাসের জন্য।
মন্ত্রী তত্ক্ষণাত্ ফোন দেন সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির চেয়ারম্যানকে। এই দৃশ্য ধারণের জন্য অনেক পথচারী মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কিছু পথচারী মন্ত্রীর এই কাজের প্রশংসা করেন। কাউকে কাউকে দূর থেকে টিপ্পনী কাটতেও শোনা গেছে। একজন পথচারী বলেন, ‘বেশি করে বাস নামানোর জন্য রাস্তায় এসে মন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন? দপ্তরে বসেই নির্দেশ দিতে পারেন।
রাস্তায় নামার কারণে যানজট বেড়ে আরও দুর্ভোগ বাড়িয়েছে। ’
প্রায় এক ঘণ্টার যানজট দর্শন শেষে যখন যোগাযোগমন্ত্রী ফিরে যান, তখন ইফতারের সময়ও প্রায় ঘনিয়ে এসেছে। মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত সড়কের পূর্ব পাশ যানবাহনে ঠাসা। যানবাহনগুলো চলছিল হাঁটার গতিতে। খামারবাড়ীর সামনের সড়কের যানবাহনের সারি তখন পশ্চিমে মানিক মিয়া এভিনিউ এবং উত্তরে চন্দ্রিমা উদ্যান ছাড়িয়ে গিয়েছে।
একপর্যায়ে বিরক্ত যাত্রীরা বাস থেকে নেমে চিত্কার, চেঁচামেচি শুরু করেন।
রাসেল আহমেদ নামের এক যাত্রী বলেন, ‘ইফতারের আগে এই নাটক আরও দুর্ভোগ বাড়িয়েছে। মানুষের এখন আর নাটক দেখার সময় নেই। পারলে কিছু করে দেখাক। তারপর বাহবা দেওয়া যাবে।
’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।