আমাদের কথা খুঁজে নিন

   

ভোটারদের মানসিকতায় শাহবাগও জাগবে

ব্যক্তিকেন্দ্রিক দূর্নীতিকে শায়েস্তা করতে সমস্ত রাস্ট্রকে চেন্জ করা হয় বাংলাদেশে..। আবুল, সুরিন্জত, হলমার্ক, শেয়ার বাজার (সালমান), বিশ্বজিত, ইত্যাদির কারনে লিবারেল সরকারকে সরিয়ে এখন কনজারভেটিভ সরকারকে আনার সমস্ত ব্যবস্হা হয়ে গেল সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে..... কিন্তু এই লিবারেল সরকারের যে অর্জন, তা কিন্তু পূর্বের সরকারের চেয়েও বেশী (আমার মতে) কিন্তু মানুষ সব সহ্য করে কিন্তু দূর্নীতিকে না এই সরকারের কিছু অর্জন ১। খাদ্যে স্বয়ংসম্পুর্ন ২। বিদ্যুত উৎপাদন ৩। মাধ্যমিক পর্যায়ে বিনামুল্যে বছর প্রথম দিন ৯ কোটি পাঠ্য বই বিনামূল্যে বিতরন ৪।

সমুদ্র জয় ৫। মিলেনিয়াম goal achieved two years before (extreme poor 29%) ৬। নিজস্ব স্যাটেলাইট ৭। সাবমেরিন ৮। পাটের জিনোম ৯।

উড়াল সড়ক ১০। হাতির ঝিল ১১। মাথাপিছু আয় $৯৫০ এ উন্নত ১২। ৬% গ্রোথ ১৩। রের্কড রিজার্ভ ১৪।

ইউনিয়ন পরিষদ পর্যন্ত্য তথ্য বাতায়ন ১৫। কম্যূনিটি হেলথ সেন্টার ১৬। স্বচ্ছ নির্বাচন ১৭। আদম বেপারীদেরকে পাশ কাটিয়ে স্বল্প খরচে বিদেশে লোক পাঠানো (কম্পপিউটার লটারীর দ্বারা লোক নির্বাচন- দূর্নীতির কোন অভিযোগ নাই) ১৮। এক লক্ষাধিক প্রাইমারি শিক্ষকের সরকারিকরণ ১৯।

মঙ্গা দূরীকরণ ২০। দ্রুতগতির ডেমু ট্রেন কিন্তু বিনপি ক্ষমতায় এসে উভয় সংকটে পড়বে....... শিবির যে ভাবে সিটি করর্পোরেশনের বিজয়ে উল্লিসিত (বিনপির চেয়ে বেশী), বিনপি কোনভাবেই রাজাকারদের বিচার যেটা চলছে সেটাকে আর চালাতে পারবে না এবং মৃত্যুদন্ডরায় প্রাপ্ত রাজাকারদের ছেড়ে দিতে বাধ্য.. বরন্চ ওদেরকে মাফ করে দিয়ে গাড়ীতে পতাকা তোলার ব্যবস্হা করতেই হবে (জামাত তোষন নীতিতে) সেখানেই উভয় সংকট... রাজাকারদের ছেড়ে দিলে, আমার বিশ্বাস শাহবাগ আবার জেগে উঠবে (অধিকাংশ মানুষই চায় রাজাকারদের বিচার) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.