আমাদের কথা খুঁজে নিন

   

ভোটারদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা সেনাবাহিনীর

তালেবান দেশটির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হামলার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেনা বাহিনী ভোটকেন্দ্র এবং ভোট গণনাকেন্দ্রগুলোতে সেনা প্রহরা রাখবে বলে বৃহস্পতিবার জানিয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সমাবেশ ও কার্যালয়গুলোতে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে তালেবান।
দেশটিতে প্রথমবারের মতো কোনো নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করার পর পরবর্তী সরকার নির্বাচনের লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ইতোমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে সহিংসতাপূর্ণ নির্বাচন বলে মনে করা হচ্ছে।


পাকিস্তানের নির্বাচনকে অনৈসলামিক আখ্যা দিয়ে বিভিন্ন হামলা চালিয়েছে। তালেবানের হামলার আশঙ্কায় প্রধান তিনটি দলের প্রার্থীরা বড় ধরনের সমাবেশ করতে পারেননি। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার পাশাপাশি ঘরে বা রাস্তার কোনায় ছোট পরিসরে সমাবেশ করতে বাধ্য হয়েছে।
পাকিস্তানি সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া জানিয়েছেন, সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা বাহিনীর ৩ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।
তালেবানের হুমকি উদাহরণ টেনে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে এবং তাদের হুমকি মোকাবিলায় তাদের পরিকল্পনাও রয়েছে।


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ৯৬ হাজার সেনা মোতায়েন করা হবে। ওই অঞ্চলে পাকিস্তানি তালেবানের শক্ত ঘাঁটি রয়েছে।
ইতোমধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষণা দিয়েছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে যুক্তরাষ্ট্রের ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থন বিষয়টি পুনর্বিবেচনা করবেন। পাশাপাশি তিনি মুক্তবাজার অর্থনীতির সঙ্গে পাকিস্তানকে সম্পৃক্ত করার ইচ্ছাও ব্যক্ত করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.