আমাদের কথা খুঁজে নিন

   

ও ভগবান

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম ও ভগবান ও ভগবান, শুনছো নাকি কতোই তুমি দিবা ফাঁকি ছেলেপুলে সব গিয়েছে রাগী ক্যামনে এদের সামলে রাখি খেয়ে না খেয়ে অনাহারে কাটছে গো দিন ভীষণ বেগে নিত্য নতুন দুঃখ শোকে মনে মনে মরছে লোকে জন্ম থেকে মৃত্যু বধি কোন জনমের ঋণ যে শোধি ছোট্ট শিশু পাপহীন যদি ওদের কেনো দাও গো ব্যাধি তোমায় যারা মাণ্য করে তারাই দেখি না খেয়ে মরে মোদের তোমার লীলার তরে জ্যান্ত দিচ্ছো জমের ঘরে সবই যদি তোমার কর্ম মোদের কেনো দিলে ধর্ম ডাকতে ডাকতে গলদঘর্ম চালাতে জীবন উঠছে চর্ম এবার তুমি নড়িয়া বসো আলসেমী ছেড়ে হিসেব কষো স্বর্গ ছাড়িয়ে মর্ত্যে আসো দেখবে মোদের শুধুই ভস্ম ____________ ব্যাক লিংক ডোন্ট ক্লিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।