++ মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। ++ দূরালাপনীঃ ৮৮০১৭১৬২০২০৯২ জন্মস্থানঃ আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া, বাংলাদেশ বর্তমান অবস্থানঃ মেঘনার পাড়, আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া। @আমা আকাশের লুব্ধকে- বসিয়েছ পাহারা, উত্তর-পশ্চিমে তোমরা তিন ঘনিষ্ট তারা। কমড়ে শিকল কালপুরুষের উদ্দত মহান সেই মিছিলের দৃশ্য- দেখবে নাকি? তাকাও- শীতের পূব আকাশে। সাথে পাবে ঐ তারাদের বসে আছে মাথায় কালপুরুষের। ডাকবে তাদের মৃগরাশি বলে সরা দিতে পারে বাণরাজা আর আর্দ্রা কার্তিকেয় আসতে পারে অনিরুদ্ধ ও ঊষা থকবে না কিন্তু বসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।