এখন শীতকাল রাতের আকাশ এখন অনেক বিখ্যাত তারামন্ডলে সমৃ্দ্ধ। যারা রাতের আকাশ দেখতে ভালবাসেন,কিন্তু অনেক তারামন্ডল এবং তারার নাম জানেনা,তাদের জন্য এই আয়োজন। প্রতিদিন একটি করে তারামন্ডলের বর্ননা দেব। সেই সাথে মন্ডলে কোন নীহারিকা,তারাস্তবক এবং অন্যান্য খ-বস্ত আছে কিনা তার পরিচিত।
প্রথমেই বলবো বিখ্যাত মন্ডল কালপুরুষ (Orion) মন্ডল:সন্ধার আকাশে পূর্ব দিকে তাকালেই উপর থেকে নীচে দ্বিতীয় শ্রেনীর তিনটি তারার একটি দেখতে পাবেন।
এই তারা তিনটি কালপুরুষের কোমর বন্ধনি। এই মন্ডলটিকে একটি শিকারী পুরুষের কল্পনা করা হয়ছে,এক হাতে তলোয়ার অন্য হাতে ঢাল।
কোমরের এই তারা তিনটির নাম হলো উপর থেকে নীচে, মিনতাকা (Mintaka),আনলাইলাম (Alnilam),আলনিলটাক (Alniltak)। আলনিলটাক তরাটির উপরের দিকে তাকালে একটি লাল রংয়ের তারা দেখতে পাবেন এর নাম বেটেলগয়েস (Betelgeuse) এটি একটি লাল দানব তারা এটি কালপুরুষের এর ব্যাস 600 মিলিয়ন মাইল (1,000 million km).এটি কালপুরুষে বা কাধেঁর তারা। এবারে এই তারাটি থেকে কোনাকুনি উপরে তাকান তিনটি ছোট আকারের তারা দেখতে পাবেন,এদের নাম মেইসসা এটি কালপুরেষের মাথাঁ।
এখান থেকে কোনাকুনি নীচের দিকে তাকান,নীল রংয়ের দ্বিতীয় শ্রেনীর উজ্জল একটি তারা দেখতে পাবেন এর নাম বেলাট্রিস্ক এটি কাল পুরুষের ডানকাধেঁর তারা। এবারে কোমরের বেল্টের তিনটি তারার মাঝখানের তারা আলনাইলাম থেকে সোঁজা নিচের দিকে তাকান বেশ বড় উজ্জল তারা দেখতে পাবেন,এর নাম রিগেল (বাঁনরাজ) এটি একটি নীল দানব তারা,এটি সূর্যের 100 গুন বড় এটি কালপুরুষের ডাঁন পায়ের তারা। এবারে রিগেলের সোজাসুজি সামনে তাকান দ্বিতীয় উজ্জলতার আর একটি তারা দেখতে পাবেন এর নাম Slaph এটি কালপুরুষের বাঁপায়ের তারা। কোমরের তারা মিনটাকা থেকে সোজাসুজি একটু সামনে তাকান ছোটো ছোট তারার বাকানো একটি সারি দেখতে পাঁবেন,দুটো দুটো করে মোট ছয়টি তারা আছে,এটি কালপুরষের ধনূক।
এই মন্ডলে বিখ্যাত একটি নীহারিকা আছে এর নাম M42 গ্রেট অরিয়ন নীহারিকা,এটি নতুন তারা সূস্টির আতূর ঘড়,এটি কালপুরুষের কোমরের তারা আলনিলটাকের নীচে তাকালেই কতগুলি তারা দেখতে পাবেন এর মাঝখানে খালিচোখেই কুয়াশার মত ঝাপসা কিছু দেখতে পাবেন এটি সেই বিখ্যাত নীহারিকা।
ছোট দুরবীনে এটিকে খুব সুন্দর দেখায়। এছাড়াও এই তারাটির পাশেই আছে বিখ্যাত অন্ধকার নীহারিকা এর নাম অশ্বমূন্ড (Horsehead) নীহারিকা একে খালি চোখে দেখা যাবে না। আকাশ পরিস্কার থাকলে সন্ধার পরে পূর্ব আকাশে তাকালেই এই মন্ডলটিকে দেখতে পাবেন। অশ্বমূন্ড নীহারিকার ছবি তোলা হয়েছে GRAS telescope GRA002 ব্যাবহার করে তোলা। ম্যাপ সৌজ্যন্যে:http://www.google.com/imgres?q=orion+constellation ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।