কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান।
কালো মেঘে ঢাকা ধরা
লজ্জ্বামুখর আবেগ ভরা,
পূর্ণতা আর ভালোবাসায়
রুদ্ধ দ্বার খোলার আশায়,
ষষ্ঠীর মত আশ্রিত ধারায়
কালপুরুষ অপার ভালোবাসা ছড়ায়।।
কালো স্বপ্ন হারায় রঙে
ললনারা সাজে আপন রঙে,
পুনর্বাসন আর নতুন ছোঁয়ায়
রুপালি চাদ আসে ধরায়,
ষত্ব্য ভালোবাসা নিয়ে
কালপুরুষ থাকে সবার হৃদয় ঘরে।।
কাজল কালো অরুপ চোখে
লম্বা চুলে বকুল হাসে,
পুষ্প ঝরা রাঙা হাসিতে
রুপসা নদীর স্বপ্নীল বাকেতে,
ষষ্ঠীর আশ্রয়ে কেউ লুকিয়ে থাকে
কালপুরুষ তাকে আনবে খুঁজে।।
(কি আনবেন তো??????)
লেখাগুলো ব্লগার কালপুরুষের জন্য। আসলে তিনি অসাধারণ লিখেন আমার বেশ ভালো লাগে। কালপুরুষ আমি তো লিখতে পারিনা তবুও চেষ্টা করলাম রাগ করবেন না..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।