সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই
কালুদা, আপনি যেখানেই থাকেন না কেন ব্লগে ফিরে আসেন। লেখালেখি করেন। আপনি হয়তো না সাধলে খান না। আপনাকে লোকে ভুলে গিয়ে হয়তো সাধাসাধি করে না। কিন্তু মুরুবি্বর অভাবে ব্লগে বেয়াদবি আর বেলাল্লাপনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এখানে এখন আর বড় ছোট জ্ঞান নাই, কেউ কাউকে ভালোবাসে না, সবাই সবার পিছনে কাঠি দিতে চায়। একটা পরিস্থিতি রীতিমতো। এই সঙ্কটে জলে জঙ্গলে যেখানেই আপনি থাকুন না কেন শ্রীলোকনাথের মতো হা রে রে রে করে তেড়ে চলে আসুন।
এমতাবস্থায় আপনি এসে আবার আপনার সেই মিষ্টভাষণে সবাইকে তুষ্ট করবেন, এই বাসনাই রাখি। আপনার সেই ট্যাক্সি চেপে সমাজসেবার গল্প আমরা খুব মিস করি।
কালবিলম্ব না করে আপনি ব্লগে ফিরে আসুন।
আপনার শুভাকাঙ্ক্ষী
হিমু।
বি.দ্র. কালপুরুষ ফিরে এলে পোস্ট মুছে দিবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।