বাস্তবতার প্রেম আমি মজেছি এক প্রেমে বাস্তবতা আমায় করেছে তা থেকে বিরত । জানি এ প্রেম মধুর, কিন্তু আমার জীবন তার চেয়ে অম্ল-মধুর। তাহার চেহারার স্মরণে অনুভুতি গুলো হয় জাগ্রত। আমার চিন্তাগুলো বাস্তবতার চাদরে ঢাকা, তার কাছে মূল্য নেই এই ক্ষুদ্র অনুভুতি গুলো, যদিও কারো কাছে এ অনুভুতিগুলো স্বরগীয় সুখ, কিন্তু কেন জানি মনে হয় যুক্তির কাছে সবই অবাস্তব। অনুভুতি ক্ষণস্থায়ী, বাস্তবতা চিরস্থায়ী তাইতো জয়গান গেয়ে যাই বাস্তবতার। দ্রষ্টব্যঃ সেইফ হওয়ার পর প্রথম পোস্ট। যদিও কবিতা এক সময় পছন্দ করতাম না, কিন্তু সেই আমিই লিখে ফেললাম কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।