হাঁটছি পথে অসীমের পানে।
নীল অভ শূন্যতায় মিলিয়ে যায় দূরে
হারিয়ে যায় গাংচিল, কভু আসেনা ফিরে,
চঞ্চল মনে ঘুরে ফিরি তেপান্তর মাঠে
খাঁ-রোদ্দুর থেকে কনকনে কম্পিত শীতে।
...বালুতে বসে আছি, সমুদ্রের গর্জন
ঝাপটায় ছিটে আসা জল করে কর্ষণ,
ফিরে আসি পৃথিবিতে, ঘড়িতে অনেক বাজে,
পিছুটান ডেকে নেয়, ফিরে যাই কাজে।
নিশ্চুপ টেবিলে কাটেনা ঘোর, হয় ভোর,
সূর্যের আলোতে রচিত হয় জোনাকের কবর,
চা হাতে নিয়ে চুমুক দিই বিস্বাদে,
ফিরে যাই আবারো ঘন কালো রাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।