কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান। নদীর তীরে মেয়েটি একা একাই দাড়িয়ে থাকত। ও ভাবতো, একদিন ভালবাসার ভেলা নিয়ে কেও ভেসে আসবে আর ওকে নিয়ে নদীর আরেক তীরে, সেখানে দু'জনে বাঁধবে সুখের ঘর… একদিন সত্যিই তাকে চমকে দিয়ে একটা নৌকা এসে ভীড়ল সেই তীরে যেখানে দাড়িয়ে ছিল মেয়েটি। সেই নৌকায় শুধু ছিল মাঝি আর নৌকায় সাজানো তার ছোট্ট ঘর।
হঠাৎ সেই মাঝি এসে মেয়েটিকে কথার ছলে গেঁথে নিল তার হৃদয়ে, ভালবাসার ব্যাকুলতা ছড়িয়ে পড়লো নদীর নীল জলে।
এরপর মনের অজান্তে মেয়েটা চলে গেল সেই নৌকায়, ভেবে নিল এই তার সেই ভালবাসার স্বপ্ন ভেলা, নিজের অজান্তেই ভালবেসে ফেলল সেই অচেনা মাঝিকে। মাঝিও সায় দিল, মেয়েটাকে তুলে নিল তার ছোট্টো নৌকায়। তারপর শুরু হল তাদের যাত্রা।
যেতে যেতে হঠাৎ-ই মেয়েটি দেখল আরেকটা নৌকা তার পাশে পাশে যাচ্ছে, সেই নৌকার মাঝি তার মনের সব কথা গুলো গানে গানে জানিয়ে দিল তাকে। মেয়েটা মুগ্ধ হয়ে শুনলো, হঠাৎ এই পাশের নৌকার মাঝির সাথে বন্ধুত্ত্ব হয়ে গেল মেয়েটার।
খুব ভালই চলছিল তাদের যাত্রা, মাঝে মাঝে যখন ছোট ছোট ঢেউ এসে মেয়েটির নৌকাটা দুলিয়ে দিত, সেই পাশের মাঝির চোখে মুখে উৎকন্ঠা ছড়িয়ে পড়তো। নিজের নৌকা দিয়ে আগলে রাখতো মেয়েটাকে। ভয় পেত যদি মেয়েটা ডুবে যায়। অথচ মেয়েটা বুঝেও বুঝতো না। মেয়েটি তার নৌকার মাঝির ভালবাসায় অন্ধ ছিল, মেয়েটি ভাবত তার স্বপ্ন ভেলার মাঝিটা তার সাথেই আছে তবে আর ভয় কি ? কিন্তু আসলেই কি তা? যতই নদীর আরেক তীরে নৌকা যেতে থাকল মেয়েটি দেখল তার স্বপ্ন ভেলার মাঝি তাকে ততটাই দূরে ঠেলে দিচ্ছে আর ওই পাশের নৌকার মাঝি তখনো তার নিজের নৌকা দিয়ে আগলে রেখেছে ওই মেয়েটির স্বপ্নের ভেলাটিকে…
যখন নৌকা তীরে এসে ভীড়ল ঠিক তখনো স্বপ্ন ভেলার মাঝি তাকে তীরে নামিয়ে মেয়েটিকে একা রেখে চলে গেল আবার অন্য এক তীরে... মেয়েটা অনেক ডাকল, তার ভালবাসার দোহাই দিল কিন্তু ফিরলোনা তার স্বপ্ন ভেলার মাঝি।
দুঃখে অশ্রু নিয়ে নিষ্পলক চেয়ে রইল সে। আরে সেই মাঝি যে মেয়েটিকে দূর থেকে সারাক্ষণ আগলে রাখতো তার নৌকাও ভীড়ল সে তীরে। সেই মেয়েটি কিছুই বুঝতো না শুধুই চিৎকার করে ডাকতে থাকে তার মাঝিকে যাকে সে খুব ভালবাসে। তার চিৎকার প্রতিধ্বনিত হয়ে তার কানেই ফিরে আসে।
অন্য মাঝি বার বার তার গানে গানে মেয়েটি কে বুঝাতো সেই স্বপ্ন ভেলার মাঝি মেয়েটার নয়।
সে অন্য কারো। মেয়েটা বিঃশ্বাস করতো তার মাঝি ফিরে আসবে, কিন্তু এলোনা। অন্ধ ভালবাসা তাকে বুঝতে দেয় নি যে মাঝি তাকে দূর থেকে আগলে রাখতো সে মেয়েটাকে কত ভালবাসতো।
যখন মেয়েটা বুঝতে পারল স্বপ্নের ভেলার সেই মাঝি ছিল শুধুই মরিচিকা আর পাশের মাঝিই ছিল ওর ভালবাসা, যে দূরে থেকেও আগলে রেখেছে তাকে। তখন মেয়েটি ফিরে যেতে চেয়েছিল মাঝির কাছে, মাঝিকে মিনতি করেছিল “তোমার নৌকায় আমাকে তুলে নাও, আজ আমি তোমার হতে চাই, যদি ভাল না লাগে তো ফেলে দিও পানিতে তবুও তুলে নাও আমায় তোমার পাশে, তোমার নৌকায়”… … …
তারপর?... … … ... ...(অসমাপ্ত ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।