আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে তুরস্ক

তুরস্কজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ মঙ্গলবার বলেছেন, তিনি পুলিশের ক্ষমতা বাড়াতে চলেছেন।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রধানমন্ত্রী এমন সময় এ ঘোষণা দিলেন, যখন পুলিশ বিক্ষোভের দায়ে শত শত প্রতিবাদীকে ধরতে অভিযান চলাচ্ছে এবং অনেককে আটক করছে।
দুই সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের পর তুরস্কের সরকার সমালোচনার মুখে পড়েছে।
ইস্তাম্বুলের একটি পার্কে বিপণিবিতান নির্মাণের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও পরে তা সরকারের কর্তৃত্বের বিরুদ্ধে এক গণ-আন্দোলনে রূপ নেয়। শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের কারণে এরদোয়ানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশের ভূমিকাকে সমর্থন করে এরদোয়ান বলেন, তারা নিজেদের ‘অধিকার’ অনুযায়ী সংযত আচরণ করেছে। তিনি বলেন, ‘আমরা পুলিশের ক্ষমতা বাড়াব...যাতে তারা যেকোনো আন্দোলন দমন করতে পারে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.