আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের সাফাই

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

"অদ্য 13/11/06ইং তারিখ পহৃর্বঘোষিত অবরোধ কর্মসহৃচী পালনকালে সকাল হতে বিভিল্পম্ন রাজনৈতিক দল হোটেল সোনারগাঁও সংলগ্গম্ন সার্ক ফোয়ারার নিকট ভিভিআইপি সড়কে জমায়েত হয়ে পিকেটিং ও যানচলাচলে বাধা সৃষদ্বি করে। কর্তব্যরত পুলিশ অবরোধকারীদের ভিভিআইপি সড়ক হতে অবরোধ তুলে নিতে অনুরোধ জানান। অবরোধকারীরা তারপরও রাস্টস্নায় অবস্ট্থান করে যানচলাচলে বাধা সৃষদ্বি করতে থাকলে পুলিশ সতর্ক করে জলকামান হতে পানি নিক্ষেপ করে। অবরোধকারীরা পুলিশের প্রতি ব্যাপক হারে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষদ্বা করে।

ঐ সময় পুলিশ ও অবৈধ জনতার মধ্যে ধাওয়া পাল্কল্টা ধাওয়ার সময় আত্রক্রানস্ন একটি পুলিশের ট্রাক ফার্মগেটের দিক হতে বাংলা মোটরের দিকে নিরাপদ স্ট্থানে সরে যাবার চেষদ্বাকালে অনিচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের দুই সদস্য ট্রাকের সাথে ধাক্কায় আঘাত প্রাপ্টস্ন হয়। পুলিশের একটি এল্ফ্বুলেন্সে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। এ অনাকাংখিত ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আনস্নরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে তিন সদস্য বিশিষদ্ব একটি তদনস্ন কমিটি গঠন করা হয়েছে ও মামলা রুজু করা হয়েছে। তদনস্ন কমিটির সুপারিশ মোতাবেক দোষী ব্যক্তির বিরুদব্দে শাস্টিস্নমহৃলক ব্যবস্ট্থা গ্রহণ করা হবে।

" স্ট্বাক্ষর অতিঃ উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.